
পশ্চিমবঙ্গের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি (Netaji Subhas Open University)-তে নন টিচিং স্টাফ নিয়োগের প্রক্রিয়া শুরু হল। এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত আপনি জানতে চলেছেন।
অনেকেই স্কুল বা ইউনিভার্সিটি স্টাফ পদের চাকরির জন্য অপেক্ষায় থাকে তাদের জন্য এটি একটি দারুন সুযোগ হতে চলেছে। আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কত থাকতে হবে, মাসিক বেতন কত করে পাওয়া যাবে ইত্যাদি বিষয়গুলি নিচে থেকে এক এক করে জেনে নিন।
WBNSOU Non Teaching Staff Recruitment 2023
নিয়োগের নোটিশ মেমো নম্বর: Reg/Rect/0109
নোটিশ প্রকাশের তারিখ: 30/01/2023
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নিয়োগের বিস্তারিত তথ্য
(1) পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার (Deputy Registrar)
মাসিক বেতন: পে লেভেল 12 অনুযায়ী প্রতি মাসে 79,800 টাকা।
বয়স সীমা: 22/02/2023 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 35 বছরের কম থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে কমার্স (Commerce) অথবা ফাইনান্স (Finance) বিষয়ে কমপক্ষে 55% নম্বর পেয়ে ডিগ্রি সম্পন্ন করতে হবে।
শূন্যপদ: 1 টি (UR)
(2) পদের নাম: সেক্রেটারি টু ভাইস-চ্যান্সেলর (Secretary to Vice-Chancellor)
মাসিক বেতন: পে লেভেল 9 অনুযায়ী প্রতি মাসে 37,100 টাকা।
বয়স সীমা: 22/02/2023 তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স 30 বছরের কম থাকতে হবে। সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে অবশ্যই যেকোনো শিক্ষিত প্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন ডিগ্রী পাস করে থাকতে হবে। সেই সাথে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্যপদ: 1 টি (UR)
নিয়োগ প্রক্রিয়া:
ইন্টারভিউ এর মাধ্যমে আবেদনকারী চাকরি প্রার্থীদের মধ্য থেকে উপযুক্ত ব্যক্তিদের বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
(1) নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট পদে আবেদন করার জন্য ফর্ম ডাউনলোড করার লিংক দেওয়া রয়েছে।
(2) আবেদনকারীদের সুবিধার জন্য আমাদের এই পেজের নিচে আবেদনের ফর্ম ডাউনলোড করার ডাইরেক্ট লিংক দেওয়া রয়েছে। ওখানে ক্লিক করেও ফর্ম ডাউনলোড করতে পারবেন।
(3) ফর্ম ডাউনলোড করা হয়ে গেলে সেটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(4) পূরণ করা ফর্মের সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস যেমন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র ইত্যাদি ফর্মের সাথে জুড়ে দিয়ে সেটি একটি খামে পড়তে হবে।
(5) সবশেষে আবেদনপত্র সহ ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা:
Registrar of the University at DD–26, 5th Floor, Salt Lake City, Sector – I, Kolkata – 700 064.
আবেদন ফি:
- আবেদনের জন্য 1000 টাকা জমা করতে হবে।
- ST, SC, OBC এবং PH ক্যাটিগরীর আবেদনকারীদের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফি লাগবে।
- “Netaji Subhas Open University” এর ফেভারে ডিমান্ড ট্রাফটের মাধ্যমে আবেদন ফি জমা করতে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু:- 30/01/2023
আবেদন শেষ:- 22/02/2023
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download
✅ আবেদন করার ফর্ম (Deputy Registrar)- Download
✅ আবেদন করার ফর্ম (Secretary to Vice-Chancellor)- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here