রাজ্যের খড়গপুরে ১৫৩ টি শূন্যপদে নিয়োগ, অনলাইনে আবেদন চলছে

IIT Kharagpur 153 Post Vacancy Recruitment

রাজ্যের IIT খড়গপুরে অনেক ধরণের পোস্টে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেশের সমস্ত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদন পত্রর ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এই প্রতিবেদনটি পড়ুন।

নোটিশ নং – R/09/2023

নোটিশ প্রকাশ – 05/06/2023

যে সব পদে নিয়োগ হবে

(1) জুনিয়র এক্সিকিউটিভ / Junior Executive

শূন্যপদ – এখানে 17 টি শূন্যপদ রয়েছে।

(2) জুনিয়র অ্যাকাউন্টস অফিসার / Junior Accounts Officer

শূন্যপদ – এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(3) জুনিয়র টেকনিক্যাল সুপারিন্টেনডেন্ট / Junior Technical Superintendent

শূন্যপদ – এখানে 30 টি শূন্যপদ রয়েছে।

(4) জুনিয়র ইঞ্জিনিয়ার / Junior Engineer

শূন্যপদ – এখানে 22 টি শূন্যপদ রয়েছে।

(5) মেডিকেল ল্যাব টেকনিশিয়ান / Medical Lab Technician

শূন্যপদ – এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

(6) স্টাফ নার্স / Staff Nurse

শূন্যপদ – এখানে 12 টি শূন্যপদ রয়েছে।

(7) সিনিয়র লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট / Senior Library Information Assistant

শূন্যপদ – এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

ALSO READ :   নদীয়া জেলায় রুরাল লাইব্রেরিয়ান পদে নিয়োগ! উচ্চমাধ্যমিক পাশে আবেদন করুন

(8) ফিজিক্যাল ট্রেনিং ইন্সট্রাক্টর / Physical Training Instructor

শূন্যপদ – এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(9) অ্যাসিস্টেন্ট সিকিউরিটি অফিসার / Assistant Security Officer

শূন্যপদ – এখানে 3 টি শূন্যপদ রয়েছে।

(10) জুনিয়র অ্যাসিস্টেন্ট / Junior Assistant

শূন্যপদ – এখানে 20 টি শূন্যপদ রয়েছে।

(11) জুনিয়র টেকনিশিয়ান / Junior Technician

শূন্যপদ – এখানে 23 টি শূন্যপদ রয়েছে।

(12) সিকিউরিটি ইন্সপেক্টর / Security Inspector

শূন্যপদ – এখানে 5 টি শূন্যপদ রয়েছে।

(13) ড্রাইভার / Driver

শূন্যপদ – এখানে 6 টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

এখানে মোট 13 ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।

বয়সসীমা

প্রতিটি পদের জন্য বিভিন্ন বয়সসীমা রাখা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 30 বছর বয়সের মধ্যে যে সব যোগ্য প্রার্থী আছেন, তারা বয়স অনুসারে নির্দিষ্ট পদে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে সরকারি নিয়মে।

ALSO READ :   DA নিয়ে বিশেষ আপডেট, বিধানসভায় ফের মুখ খুললো মূখ্যমন্ত্রী, রইল বিস্তারিত -WB Employees News

বেতন এর পরিমান

পদ অনুয়ায়ী আলাদা পে স্কেল রয়েছে। সর্বনিম্ন 21,700 টাকা থেকে সর্বোচ্চ 35,400 টাকা পর্যন্ত পদ অনুসারে মাসিক বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের erp.iitkgp.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন ফি

জেনারেল এবং OBC পুরুষ প্রার্থীদের 500 টাকা এবং SC, ST, PWD, WOMEN প্রার্থীদের 250 টাকা করে আবেদন মূল্য বাবদ দিতে হবে।

আবেদনের সময়সীমা

আবেদন শেষ হবে – 05/07/2023

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top