রাজ্যের জলসম্পদ ভবন গ্রুপ ডি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত

ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (IWAI) এর তরফ থেকে রাজ্যের জলসম্পদ ভবনে গ্রুপ-ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর ও মাল্টিটাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোন পদে কত নিয়োগ করা হবে বেতন কত কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রতিবেদনটিতে। 

IWAI group d recruitment

পদের নাম: মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদ : ২ টি।
বেতন : প্রতি মাসে ১৮,০০০ টাকা।
বয়সসীমা : এই পদে চাকরি করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরি করার জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং এবং মাল্টিটাস্কিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে হিন্দিতে দক্ষ হতে হবে।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শূন্যপদ : ২ টি।
বেতন : প্রতি মাসে ২০,০০০ টাকা।
বয়সসীমা : এই পদে চাকরি করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে। কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইত্যাদি বিষয়ে নলেজ থাকতে হবে এবং ঘন্টায় ৮০০০ কী প্রেস করার দক্ষতা থাকতে হবে।
নিয়োগ স্থান : কলকাতা ফারাক্কা ও সাহেবগঞ্জ।
কিভাবে আবেদন করবেন: অফলাইনে আবেদন করতে হবে। যেহেতু অফিশিয়াল নোটিফিকেশন এ কোনো আবেদন করার ফর্ম দেওয়া হয়নি তাই আপনারা নিজেরাই আবেদন ফর্ম বানাবেন এবং তা সঠিকভাবে পূরণ করে নিচের দেওয়া ঠিকানায় পাঠাবেন।

To the director,IWAI,PIU Kolkata

নিচের দেওয়া অফিশিয়াল নোটিশ টি ডাউনলোড করে প্রথমে মনযোগ দিয়ে পড়বেন, তারপর আবেদন করবেন।(alert-warning)

আবেদন গ্রহনের শেষ তারিখ : ১০/০২/২০২২
আবেদন মূল্য : উল্লেখ করা হয়নি।
গুরুত্বপূর্ণ লিঙ্ক : 
Apply Now Ofline(link)
Official Notification Download(download)
Official Website Click Here(link)
ALSO READ :   রাজ্যে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ,মাধ্যমিক পাসে আবেদন করুন

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top