Jhargram Jobs Vacancy 2022 : পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য আবারো দারুন সুখবর। ঝাড়গ্রাম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ঐ জেলার আদালতে গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতমাতা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ এবং মহিলা উপায় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবে।পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা খুব সহজেই তাদের যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে এই নিয়োগের খুটিনাটি অর্থাৎ কোন পদে কত নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, শুন্যপদ কয়টি রয়েছে এবং আবেদন করার সম্পূর্ণ পদ্ধতি ইত্যাদি সম্পর্কে একবার ভালো করে জেনে নিতে হবে। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ ২০২২ | |
---|---|
নিয়োগকারী সংস্থা | Office Of The District & Session Judge, Jhargram |
পদের নাম | Group-B,C,D |
শূন্যপদ | ৫৫ টি |
আবেদন মাধ্যম | Online |
আবেদন শুরু তারিখ | 21th May 2022 |
আবেদনের শেষ তারিখ | 10th June 2022 |
পদের নামঃ যে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে তা নিম্নরূপ –
১) English Stenographer (Group-B)
২) Lower Division Clerk (Group-C)
৩) Process Server (Group-C)
৪) Peon/Night Guard (Group-D)
৫) Sweeper (Group-D)
শূন্যপদঃ কোন পদে কত শূন্য পদে রয়েছে তা নিম্নরূপ-
১) English Stenographer (Group-B) – ০১ টি
২) Lower Division Clerk (Group-C) – ২২ টি
৩) Process Server (Group-C) – ০১ টি
৪) Peon/Night Guard (Group-D) – ২৮ টি
৫) Sweeper (Group-D) – ০৩ টি
বেতন কাঠামোঃ কোন পদের জন্য কত বেতন দেয়া হবে তা নিম্নরূপ –
১) English Stenographer (৩২,১০০-৮২,৯০০ টাকা)
২) Lower Division Clerk (২২,৭০০-৫৮,৫০০ টাকা)
৩) Process Server (২১,০০০-৫৪,০০০ টাকা)
৪) Peon/Night Guard (১৭,০০০-৪৩,৬০০ টাকা)
৫) Sweeper (১৭,০০০-৪৩,৬০০ টাকা)
শিক্ষাগত যোগ্যতাঃ কোন পদের জন্য কত শিক্ষাগত যোগ্যতা লাগবে তা নিম্নরূপ-
১) English Stenographer : উচ্চ মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার জ্ঞান ও সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও টাইপিং স্পিড ভালো হতে হবে।
২) Lower Division Clerk : মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট সঙ্গে MS Word, MS Excel এর কাজ জানতে হবে।
৩) Process Server : অষ্টম পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকতে হবে
৪) Peon/Night Guard : প্রার্থীকে যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে অষ্টম পাশ করতে হবে।
৫) Sweeper : অষ্টম পাশ সঙ্গে বাংলায় বলতে ও লিখতে জানতে হবে।
বয়সসীমাঃ যে সকল আগ্রহী চাকরি প্রার্থী ঝাড়গ্রাম জেলা কোর্টে গ্রুপ বি সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 40 বছর। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়াঃ যে সমস্ত চাকরি প্রার্থী গ্রুপ সি ও ডি পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য একটি বৈধ ইমেইল ও মোবাইল নম্বর থাকতে হবে সঙ্গে নিজের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। অনলাইনের আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকেও চাইলে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে।
আবেদন ফিঃ সমস্ত পোস্টের আবেদন ফি নিম্নরূপ:-
Post Name | UR/OBC-A/OBC-B and Others |
SC / ST/ PWD |
---|---|---|
English Stenographer | Rs.800/- | Rs.600/- |
Lower Division Clerk | Rs.700/- | Rs.500/- |
Process Server | Rs.700/- | Rs.500/- |
Peon/Night Guard/Sweeper | Rs.600/- | Rs.400/- |
নির্বাচন পদ্ধতিঃ আগ্রহী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া আছে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
গুরুত্বপূর্ণ তারিখঃ
আবেদন প্রক্রিয়া শুরু তারিখঃ 21/05/2022
আবেদন করার শেষ তারিখঃ 10/06/2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমুহঃ
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)