পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য নগর জীবিকা মিশন প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে। মাধ্যমিক পাশে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবে। তবে মাধ্যমিকের সাথে বিশেষ কিছু যোগ্যতাও প্রয়োজন। এই বিষয়ে আমরা নিচে পরপর জানিয়েছি।
প্রথমেই জানিয়ে দিই নিয়োগটি পূর্ব বর্ধমান জেলার মেমারি মিউনিসিপালিটি অর্থাৎ পৌরসভায় করা হবে। এখন আমরা জানবো কোন পদে নিয়োগ করা হচ্ছে, বেতন কিভাবে দেওয়া হবে, ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা কিভাবে আবেদন করতে পারবে ইত্যাদি বিষয়ে।
WBSULM Madhyamik Pass Job 2023
নিয়োগের নোটিশ নম্বর: ২১২/এন ইউএলএম
নোটিশ প্রকাশের তারিখ: 03/02/2023
আবেদনের মাধ্যম: অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া সেকশনে এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।
রাজ্য নগর জীবিকা মিশন প্রকল্পে নিয়োগের বিস্তারিত তথ্য
যে পদে নিয়োগ করা হবে:
কমিউনিটি সার্ভিস প্রোভাইডার (Community Service Provider-CSP)
মাসিক বেতন:
সরকারি নিয়ম অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সঠিক বেতন সম্পর্কে বেশি কিছু জানানো হয়নি। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে এই বিষয়ে দেখতে পারেন।
বয়সসীমা:
আবেদন করার জন্য চাকরি প্রার্থীর বয়স 21 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
কমপক্ষে মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হতে হবে।
অন্যান্য যোগ্যতা:
- আবেদনকারী প্রার্থীকে কমপক্ষে তিন বছর স্বনির্ভর গোষ্ঠীর পঞ্চসূত্র অনুসরণকারী হতে হবে এবং ভালো কমিউনিকেশন স্কিল ও বুক কিপিং এর জ্ঞান থাকতে হবে।
- আবেদনকারীকে সাইকেল জানাতে সক্ষম হতে হবে এবং মেমারি পৌরসভা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
শূন্যপদ:
মোট 3 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
চাকরির ধরন:
সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং অস্থায়ী চাকরি।
নিয়োগ প্রক্রিয়া:
মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ এর মাধ্যমে মেধা তালিকা তৈরি করে নিয়োগ করা হবে।
কমিউনিটি সার্ভিস প্রোভাইডারের কাজ:
(1) পঞ্চসূত্র মেনে গোষ্ঠীর পরিচালনায় সাহায্য করা।
(2) নতুন নতুন স্বনির্ভর গোষ্ঠী গঠন করা।
(3) প্রতিমাসের কার্যপ্রণালী রিপোর্ট পৌরসভা এবং CLF পদাধিকারীদের কাছে জমা দেওয়া।
(4) হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন গোষ্ঠীগুলিকে ব্যাংক লোন পেতে সাহায্য করা এবং তা পরিশোধ করানো।
আবেদন প্রক্রিয়া:
(1) আবেদন করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তির দুই নম্বর পেজে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ (PF) আকারে দেওয়া রয়েছে।
(2) তাই আবেদনকারীদের প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইল অথবা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
(3) তারপর ওই বিজ্ঞপ্তির দুই নম্বর পেজে থাকা ফর্মটি A4 সাইজের পেজে প্রিন্ট করে সেটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(4) ফর্ম পূরণ করা হয়ে গেলে ফর্মের সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স গুলি জুড়ে দিয়ে এটি একটি খামে ভরে নিচের দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা:
মেমারি মিউনিসিপালিটির স্বনির্ভর গোষ্ঠীর (NULM) দপ্তরে আবেদনপত্র জমা দিতে হবে। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করার ফর্ম জমা করা যাবে।
আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু- 06/02/2023 (06 ফেব্রুয়ারি 2023)
আবেদন শেষ- 15/02/2023 (15 ফেব্রুয়ারি 2023)
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now
✅ নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download
✅ ডেইলি চাকরির আপডেট- Click Here