
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরের একটি বিভাগ The West Bengal Power Development Corporation Limited বা WBPDCL হল রাজ্য সরকারের একটি উদ্যোগ, এখানে 3 বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট তিন ধরণের পোস্ট রয়েছে এখানে। পদের বিবরণ এবং যোগ্যতা সম্পর্কে নীচে আলোচনা করা হল। আবেদন করার আগে এগুলির বিষয়ে ভালো করে জেনে রাখুন।
Notice No.: WBPDCL/Recruitment/2023/03
পদের নাম, শূন্যপদ, বেতন এবং অন্যান্য তথ্য
1. জিওলজিস্ট (Geologist)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিওলজি বিষয়ে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। সাথে Minex সফটওয়্যারের বিষয়ে জ্ঞান থাকতে হবে। তবে মাস্টার্স ডিগ্রি করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সাথে নামী ফার্মে নূন্যতম 15 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 55 বছর বয়স অবধি এখানে আবেদন করা যাবে।
বেতনক্রম- প্রার্থীকে মাসিক 80,000/- টাকা করে বেতন দেওয়া হবে।
2. মাস- কমিউনিকেশন এক্সপার্ট (Mass- Communication Expert)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। কিন্তু তবে মাস্টার্স ডিগ্রি করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি কোনো নামী ফার্মে নূন্যতম 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 55 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বেতনক্রম- প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 55,000/- টাকা করে দেওয়া হবে।
3. কমিউনিটি ডেভেলপমেন্ট কনসালট্যান্ট (Community Development Consultant)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করে থাকতে হবে প্রার্থীদের। কিন্তু তবে মাস্টার্স ডিগ্রি করা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ফিল্ডের কোনো নামী ফার্মে নূন্যতম 15 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- সর্বোচ্চ 55 বছর বয়স অবধি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বেতনক্রম- প্রার্থীকে মাসিক বেতন হিসেবে 55,000/- টাকা করে দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
WBPDCL এর Recruitment Portal এ আবেদন করা প্রার্থীদের মধ্যে থেকে ইন্টারভিউ নিয়ে প্রার্থীদের বাছাই করা হবে। কেবলমাত্র কলকাতাতেই ইন্টারভিউ নেওয়া হবে।
চাকরির চুক্তির সময়সীমা
এখানে প্রার্থীদের 3 বছর মেয়াদী চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.wbpdcl.co.in সাইটে গিয়ে ‘APPLY ONLINE’ অপশনে ক্লিক করে আবেদন করতে হবে। সাথে নিজের একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং প্রয়োজনীয় সার্টিফিকেটের ফটো আপলোড করে ‘সাবমিট’ করতে হবে। যোগ্য প্রার্থীদের মেল করে ইন্টারভিউয়ের ব্যাপারে বিশদভাবে জানিয়ে দেওয়া হবে এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটেও নাম প্রকাশ করা হবে।
আবেদনের সময়সীমা
ইচ্ছুক প্রার্থীদের 31.03.2023 তারিখের মধ্যে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇