hooghly.gov.in recruitment 2022: হুগলি ব্লক অফিসে রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একাউন্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কত নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কত বয়স সীমা কত বেতন কত কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য জানতে এই প্রতিবেদনটি ভালো করে পড়ুন।
পদের নাম : একাউন্ট্যান্ট
শূন্যপদ : ১ টি
বেতন : ১৫,০০০ টাকা মাসিক।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন শাখায় আবেদনকারীকে কমার্স গ্রাজুয়েট অনার্স পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে যেমন – (MS-word, MS-excel, power point)। এছাড়াও Spread Sheet, Tally ও presentation package সম্বন্ধে জ্ঞান থাকতে হবে,তবেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা : ০১-০২-২০২২ এর মধ্যে আবেদনকারীর বয়স ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ : ২ টি
বেতন : ১১,০০০ টাকা মাসিক।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন শাখায় আবেদনকারীকে গ্রাজুয়েট পাস করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে ভালো অভিজ্ঞতা থাকতে হবে যেমন – (MS-word, MS-excel, power point)। কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মিনিটে ৩০ টি শব্দ লেখার গতি থাকতে হবে, তবেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়স সীমা : ০১-০২-২০২২ এর মধ্যে আবেদনকারীর বয়স ৪০ এর মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
কিভাবে আবেদন করবেন : হুগলি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন আবেদনকারীর যেন নিজস্ব বৈধ ই-মেইল আইডি এবং মোবাইল নাম্বার থাকে এবং আবেদনকারী যেন সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হয়।
নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন তারপর আবেদন করবেন।(alert-warning)
গুরুত্বপূর্ণ তারিখ:
- আবেদন শুরুঃ তারিখ: ৮ ফেব্রুয়ারি ২০২২
- আবেদন করার শেষ তারিখ: ২৮ ফেব্রুয়ারি ২০২২
নিয়োগ পদ্ধতি: এই চাকরির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে।
একাউন্ট্যান্ট :
- জেনারেল নলেজ : ৫০ নম্বর
- কম্পিউটার টেস্ট: ৪০ নম্বর
- পার্সোনালিটি টেস্ট : ১০ নম্বর
ডাটা এন্ট্রি অপারেটর:
- জেনারেল নলেজ : ৪০ নম্বর
- কম্পিউটার টেস্ট: ৫০ নম্বর
- পার্সোনালিটি টেস্ট : ১০ নম্বর
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Apply Now | |
Official Notification | |
Official Website |
(বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না।) (alert-warning)