রাজ্যের মডেল স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

 ইতিমধ্যেই নদীয়া জেলার ডি এম অফিসের তরফ থেকে একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৭ই মার্চ ২০২২ তারিখ। নদীয়া জেলার অন্তর্গত নকশীপাড়ার সরকারি মডেল স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শূন্যপদ কত? যোগ্যতা কি? বয়স সীমা, কোথায় ইন্টারভিউ দিতে হবে, অফিশিয়াল নোটিশ সহ বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

Nadia recruitment 2022

Nadia Group D Staff Recruitment 2022
নিয়োগকারী সংস্থা Office Of The District Magistrate, Nadia
পদের নাম Group D Staff
শূন্যপদ 01 টি
আবেদন মাধ্যম Interview
ইন্টারভিউয়ের তারিখ 22th March 2022

পদের নাম: গ্রুপ ডি স্টাফ

শূন্যপদ: ০১ টি শূন্যপদে গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে।

বেতন কাঠামো: উল্লেখ নেই।

যোগ্যতা : পশ্চিমবঙ্গের যেকোনো সরকারি অফিসের রিটায়ার্ড গ্রুপ ডি স্টাফ হতে হবে।

বয়সসীমা: এই চাকরির জন্য সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৬৪ বছর। 

ইন্টারভিউয়ের তারিখ: ২২ই মার্চ,২০২২ তারিখ

ইন্টারভিউয়ের স্থান : Office Chamber of the additional district magistrate(Gen), Nadia

ইন্টারভিউয়ের দিন নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:

ALSO READ :   পশ্চিমবঙ্গে JRF পদে চাকরির সুযোগ, মাসিক বেতন ২৫ হাজার টাকা

 নথি যাচাইয়ের জন্য স্ব-প্রত্যয়িত জেরক্স কপি সহ মূল নথি সঙ্গে আনতে হবে:

 1. দুটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ সহ বায়োডাটা।

 2. সমস্ত একাডেমিক মার্ক শীট এবং সার্টিফিকেট।

 3. নিয়োগ পত্র এবং অনুমোদন পত্র, যদি থাকে।

 4. বয়স প্রমাণের শংসাপত্র (মাধ্যমিক সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড)

 5. পেনশন আদেশ।

 6. ভোটার আইডেন্টিটি কার্ড।

 7. আধার কার্ড।

 8. পোস্টাল স্ট্যাম্প সহ একটি স্ব-ঠিকানাযুক্ত খাম।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন ফর্ম Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top