রাজ্যের স্বাস্থ্য ভবনে হেলথ অফিসার পদে নিয়োগ, আবেদন চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

 যারা জি.এন. এম অথবা বি. এস. সি নার্সিং ট্রেনিং ইতিমধ্যেই কমপ্লিট করেছেন, তাদের জন্য সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি’র তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্র গুলিতে ৫০০ টি শূন্যপদে হেলথ অফিসার নিয়োগ করা হবে । তবে ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। ,শিক্ষাগত যোগ্যতা কত, বয়স সীমা কত, বেতন কত ,সবকিছুই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনটিতে।

wb community health officer recruitment 2022

পদের নাম: কমিউনিটি হেলথ অফিসার (CHO).
শূন্যপদ : মোট ৫০০ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জি এন এম অথবা বি এস সি নার্সিং ট্রেনিং করা থাকতে হবে। তাছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা: ০১/০১/ ২০২২ এর মধ্যে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
বেতনক্রম : মাসিক ২০,০০০ টাকা।
আবেদন পদ্ধতি : এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই www.wbhealth.gov.in পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন মূল্য : জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা এবং SC/ST/OBC/PH প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
পরীক্ষার নম্বর : 
  • মোট নম্বর : ১০০ নম্বর।
  • লিখিত পরীক্ষা: ৮৫ নম্বর।
  • Viva voce: ১৫ নম্বর।
ALSO READ :   ঝাড়গ্রাম জেলায় আশা কর্মী নিয়োগ 2022-এখনই আবেদন করুন
গুরুত্বপূর্ণ তারিখ :
  • আবেদন শুরু : ০৩/০২/২০২২
  • রেজিষ্ট্রেশন শেষ তারিখ: ০৮/০২/২০২২
  • আবেদন ফি দেওয়ার শেষ তারিখ : ১৫/০২/২০২২
  • আবেদন করার শেষ তারিখ : ১৫/০২/২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
Apply Now Apply(link)
Official Notification Download(download)
Official Website Click Here(link)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top