রাজ্যের স্বাস্থ্য ভবনে ৪৫,০০০ টাকা বেতনে চাকরির সুযোগ, আবেদন শুরু ৫ মার্চ থেকে

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আরও একটি দারুণ সুখবর। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে আরও একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবেন। কোন পদে কত নিয়োগ করা হবে ? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? বেতন কত? আবেদন পদ্ধতি, সিলেকশন প্রসেস সহ সমস্ত কিছু তথ্য নিয়ে এই প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরা হলো।

wbhealth.gov.in recruitment

WBHealth.gov.in Recruitment 2022
নিয়োগকারী সংস্থা West Bengal State Health and Family Welfare samiti
পদের নাম Project Coordinator/ Field Investigator
শূন্যপদ 02 টি
আবেদন মাধ্যম Online
আবেদন শুরু তারিখ 05th March 2022
আবেদনের শেষ তারিখ 20th March 2022

(১)পদের নাম : প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে চাকরি দেওয়া হবে।(UR-1)

শূন্যপদ : মোট ০১টি শূন্যপদে প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রার্থী নিয়োগ করা হবে।

বেতন কাঠামো: প্রতি মাসে ৪৫,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে স্নাতক থাকতে হবে। অথবা ফার্মেসিতে মাস্টার ডিগ্রী থাকতে হবে। 

ALSO READ :   WBPSC-তে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

বয়সসীমা : ০১/০১/২০২২ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।

(২) পদের নাম : ফিল্ড ইনভেস্টিগেটর (UR-1)

শূন্যপদ : ০১ টি শূন্য পদে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে।

বেতন কাঠামো : প্রতি মাসে ২৫০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদন করার জন্য আবেদনকারীকে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে স্নাতক পাস হতে হবে।

বয়সসীমা : ০১/০১/২০২২ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

নিয়োগ স্থান: Price Monitoring & Resource Society Unit under State Drug Control Directorate.

আবেদন ফি: এই চাকরিতে আবেদন করার জন্য আবেদন ফি লাগবে ১০০/- টাকা।

আবেদন পদ্ধতি : এই চাকরিতে আবেদন করার জন্য আবেদন মাধ্যম রাখা হয়েছে অনলাইনে। এর জন্য প্রার্থীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি এর অফিশিয়াল ওয়েবসাইটে (www.wbhealth.gov.in) গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে সরাসরি আবেদন করতে পারবেন।

নির্বাচন পদ্ধতি : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এই পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।

ALSO READ :   ঝাড়গ্রাম জেলায় আশা কর্মী নিয়োগ 2022-এখনই আবেদন করুন

আবেদন শুরুঃ তারিখ : ০৫ই মার্চ,২০২২ থেকে

রেজিস্ট্রেশন করার শেষ তারিখ: ১৫ই মার্চ,২০২২

আবেদন করার শেষ তারিখ : ২০ই মার্চ, ২০২২ পর্যন্ত

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top