যারা জি.এন. এম অথবা বি. এস. সি নার্সিং ট্রেনিং কমপ্লিট করেছেন, তাদের জন্য সুখবর। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি’র তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হাসপাতালগুলিতে মোট ১৮ টি শূন্যপদে স্টাফ নার্স নিয়োগ করা হবে পশ্চিম মেদিনীপুর জেলায়। তবে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে। কোন কোন হাসপাতালগুলিতে কর্মী নিয়োগ করা হবে ,শিক্ষাগত যোগ্যতা কত, বয়স সীমা কত, বেতন কত ,সবকিছুই আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনটিতে।
আবেদনকারী সংস্থা | District Health & Family Welfare Samiti, West Medinipur |
পদের নাম | স্টাফ নার্স |
শূন্যপদ | ১৮ টি |
আবেদনের শেষ তারিখ | ০৪/০২/২০২২ |
পদের নাম: স্টাফ নার্স (NUHM).
শূন্যপদ : মোট ১৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জি এন এম অথবা বি এস সি নার্সিং ট্রেনিং করা থাকতে হবে। তাছাড়া লোকাল ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা: ০১/০১/ ২০২২ এর মধ্যে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে।
বেতনক্রম : মাসিক ২৫,০০০ টাকা করে বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীকে অবশ্যই www.wbhealth.gov.in পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
- আগে অফিসিয়াল নোটিশটি নীচের দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।
আবেদন মূল্য : জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা এবং SC/ST/OBC/PH প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা জমা দিতে হবে।
টাকা পাঠাতে হবে এই একাউন্টে –
A/C-0788010159603
IFSC- PUNB0078820
BANK – PNB
Branch- Sepai Bazar (Paschim Medinipur)
ব্যাংক ট্রান্সফার কপিটি রাখবেন ডকুমেন্ট ভেরিফিকেশন করার সময় দেখাতে হবে অন্যথায় আপনার আবেদন বাতিল করা হবে।(alert-warning)
গুরুত্বপূর্ণ তারিখ :
- আবেদন শুরু : ২৮/০১/২০২২
- আবেদন করার শেষ তারিখ : ০৪/০২/২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
Apply Now | Click Here |
Official Notification | Download Now |
Official Website | Click Here |