
রাজ্যের হেলথ প্রোগ্রামের আওতায় গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ নিয়োগ করা হবে জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনো জেলার বাসিন্দারা এখানে আবেদনের যোগ্য। 20 টিরও বেশি পোস্টে এখানে প্রার্থী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই, কেবলমাত্র ইন্টারভিউ দিয়ে প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে, তাই আলাদা করে কোনও প্রস্তুতি নেবার প্রয়োজন পড়বে না। যেসব পদে নিয়োগ করা হবে, তার যাবতীয় ডিটেইলস এই প্রতিবেদনে জানানো হল।
স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের বিস্তারিত তথ্য
1. অ্যাকাউন্ট্যান্ট- আয়ুষ (Accountant-AYUSH)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
পোস্টিং- চাকরি পাবার পর প্রার্থীকে কালিম্পং জেলা আয়ুষ সমিতিতে পোস্টিং দেওয়া হবে।
যোগ্যতা এবং বয়স- 62 বছরের বেশি বয়স নয় এমন অবসরপ্রাপ্ত সরকার কর্মচারীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে।
বেতনক্রম- 12,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে এখানে।
2. লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk-LDC- AYUSH)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
পোস্টিং- চাকরি পাবার পর প্রার্থীকে কালিম্পং জেলা আয়ুষ সমিতিতে পোস্টিং দেওয়া হবে।
যোগ্যতা এবং বয়স- 62 বছরের বেশি বয়স নয় এমন অবসরপ্রাপ্ত সরকার কর্মচারীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে কম্পিউটার নলেজ থাকতে হবে।
বেতনক্রম- মাসিক 10,000 টাকা বেতন হিসেবে দেওয়া হবে এখানে।
3. অডিওলজিস্ট (Audiologist- NPPCD under NHM)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
পোস্টিং- কালিম্পং DH এ প্রার্থীকে পোস্টিং দেওয়া হবে।
যোগ্যতা- প্রার্থীদের Audiology & Speech Language Pathology তে স্নাতক বা B.Sc. (Speech & Hearing) ডিগ্রি থাকতে হবে।
বয়স- আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স 22 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর ধার্য করা হয়েছে।
বেতনক্রম- মাসিক 30,000/- করে বেতন দেওয়া হবে।
4. অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট (Audiometric Assistant- NPPCD under NHM)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
পোস্টিং- কালিম্পং DH এ প্রার্থীকে পোস্টিং দেওয়া হবে।
যোগ্যতা- Hearing, Language& Speech এ একবছরের ডিপ্লোমা করে থাকতে হবে।
বয়স- আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স 22 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর ধার্য করা হয়েছে।
বেতনক্রম- 15,000/- টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।
5. ইন্সট্রাক্টর ফর দি হেয়ারিং ইম্পেয়ার্ড চিল্ড্রেন (Instructor for the Young Hearing Impaired Children)
শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
পোস্টিং- কালিম্পং DH এ প্রার্থীকে পোস্টিং দেওয়া হবে।
বয়স- আবেদন করার জন্য সর্বনিম্ন বয়স 22 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর ধার্য করা হয়েছে।
যোগ্যতা- প্রার্থীদের D. Ed বা B. Ed. করে থাকতে হবে স্পেশাল এডুকেশনে।
বেতনক্রম- 15,000/- টাকা মাসিক বেতন হিসেবে দেওয়া হবে।
6. স্যানিটারি অ্যাটেনড্যান্ট অ্যান্ড হসপিটাল অ্যাটেনড্যান্ট (Sanitary Attendant and Hospital Attended)
শূন্যপদ- দুটি পদের ক্ষেত্রেই 2 টি করে শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 19 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতনক্রম- মাসে 10,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
7. ব্লক পাবলিক হেলথ ম্যানেজার (Block Public Health Manager)
শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে Life Science এ B.Sc ডিগ্রি পাস করে থাকতে হবে। পাশাপাশি, Management এ পোস্ট গ্ৰ্যাজুয়েশান ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে। সাথে, MS Office এর বিষয়ে দক্ষতা প্রয়োজন। কোনো আবেদনকারী যদি Life Science এ M.Sc পাস করে থাকেন এবং Public Health ফিল্ডে কাজের অভিজ্ঞতা থাকে, তবে তিনি অগ্ৰাধিকার পাবেন।
বয়স- আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। বেতন- মাসিক 35,000 টাকা করে বেতন দেওয়া হবে কর্মীকে।
8. মেডিক্যাল অফিসার (Medical Officer- U-HWC)
শূন্যপদ- 5 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- আবেদনের জন্য প্রার্থীদের MBBS ডিগ্ৰি থাকতে হবে। সাথে Compulsory Rotatory Internship complete করে থাকতে হবে। এছাড়াও কম্পিউটারের বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন।
বয়স- আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতন- মাসিক 60,000 টাকা করে বেতন দেওয়া হবে কর্মীকে।
9. স্টাফ নার্স (Staff Nurse)
শূন্যপদ- মোট 2 টি শূন্যপদ রয়েছে এখানে।
যোগ্যতা- প্রার্থীদের B.Sc/GNM নার্সিং ট্রেনিং Complete করে থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতআ থাকতে হবে।
বয়স- আবেদন করার জন্য চাকরিপ্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে।
বেতন- মাসিক 25,000 টাকা করে বেতন দেওয়া হবে কর্মীকে।
আবেদন পদ্ধতি
এখানে অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রটি অফিসিয়াল নোটিশের একেবারে শেষের পেজে দেওয়া আছে। নিচের নিঙ্কে ক্লিক করে প্রথমে নিয়োগের নোটিশ ডাউনলোড করুন। তারপর তাতে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে সঠিক ভাবে পুরন করুন।
পুরন করা ওই ফর্ম এবং দরকারি সমস্ত ডকুমেন্ট গুলিকে নিয়ে স্ক্যান করে অথবা ছবি তুলে একটি পিডিএফ ফাইল বানান। ওই PDF টিকে পোস্ট অনুযায়ী নির্দিষ্ট ইমেলে পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। কোন পদের জন্য কোন ইমেলে আবেদনপত্র পাঠাতে হবে তা অফিসিয়াল নোটিশে দেওয়া আছে।
আবেদনের সময়সীমা
আগামী 27.03.2023 তারিখের মধ্যে এখানে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে প্রার্থীদের।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদের Academic Qualifications, Experience এবং Interview এর উপর নম্বর দেওয়া হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇