রাজ্যের SDO অফিসে গ্রুপ-সি DEO নিয়োগ, আবেদন করতে ফর্ম ডাউনলোড করুন | WB SDO Office Group C DEO Recruitment

সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ SDO-র অফিসের আওতায় গ্রুপ-সি DEO অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ শুরু হলো। একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করে এই নিয়োগের বিস্তারিত জানানো হয়েছে। নিচে থেকে আপনারা এ বিষয়ে ভালো করে জেনে নিতে পারবেন। 

পুরুলিয়া জেলার SDO অফিসে এই নিয়োগটি করা হবে। তবে পুরুলিয়া জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব কয়টি জেলা থেকেই এই চাকরির জন্য আবেদন করা যাবে। কিভাবে আবেদন করতে হবে তা ভালো করে জেনে নিন, তারপরে আবেদন করুন। 

WB SDO Office Group C DEO Recruitment

WB SDO Office Group C DEO Recruitment

নিয়োগের নোটিশ মেমো নম্বর: 60/SDO/S/PRL

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: 16/01/2023

আবেদনের মাধ্যম: অফলাইনে ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে। নিচের লিঙ্কে ক্লিক করে ফর্ম ডাউনলোড করতে পারবেন। 

SDO অফিসে গ্রুপ-C DEO নিয়োগের বিস্তারিত তথ্য

যে পদে নিয়োগ করা হবে: 

ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator- DEO Group-C) 

মোট শূন্যপদ: 

এক্ষেত্রে এসডিও অফিসে 1 টি শূন্যপদ থাকায় নিয়োগ করা হবে। 

মাসিক বেতন: 

উক্ত ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রতি মাসে 13,000 টাকা করে বেতন দেওয়া হবে।  

ALSO READ :   ফের ডাক বিভাগে ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি, তাড়াতাড়ি আবেদন করুন -India Post Office Recruitment
আবেদনের জন্য বয়সসীমা: 

আবেদনকারী প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী 40 বছরের কম হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেণীরা 5 বছরের এবং OBC শ্রেণিরা 3 বছরের ছাড় পাবে। 

দরকারি শিক্ষাগত যোগ্যতা:

যে কোন সরকারি স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ে গ্রাজুয়েশন অর্থাৎ স্নাতক পাস করতে হবে। সেই সাথে সরকারি রেজিস্টার্ড কোন প্রতিষ্ঠান থেকে ছয় মাসের কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকতে হবে। 

নিয়োগ প্রক্রিয়া:

একাডেমিক কোয়ালিফিকেশন, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

  • একাডেমিক কোয়ালিফিকেশন 30 নম্বর 
  • কম্পিউটার টেস্ট 10 নম্বর 
  • ইন্টারভিউ 10 নম্বর 
  • মোট 50 নম্বর
আবেদন প্রক্রিয়া: 

(1) একটি ফর্ম ফিলাপ করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিয়ে আবেদন করতে হবে। পুরুলিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা আমাদের এই পেজের নিচের ক্লিক করে আবেদন করার ফর্মটি ডাউনলোড করতে পারবেন। 

(2) ফর্ম ডাউনলোড করার পর তা সর্বপ্রথম প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পর আবেদনকারীকে তার সঠিক তথ্য দিয়ে ওই ফর্মটি ফিলাপ করতে হবে। 

(3) ফিলাপ করা ফর্মের সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণসহ বিভিন্ন ডকুমেন্টস এর জেরক্স জুড়ে দিতে হবে। 

ALSO READ :   পূর্ব রেলে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন -Railway Recruitment

(4) এরপর আবেদনপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি একসঙ্গে যুক্ত করে একটি খামের মধ্যে ভরতে হবে। 

(5) খামের উপরে লিখতে হবে- “APPLICATION FOR THE POST OF DEO UNDER CMD MP FOR PURULIA MUNICIPALITY”. 

(6) সবশেষে সবকিছু ঠিকঠাক করে নিয়ে আবেদনপত্রের ওই খামটি নিচের দেওয়া ঠিকানায় পোস্ট অফিস অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: 

To The Sub-Divisional Officer, Purulia Sadar, at Office campus of the District Magistrate, Purulia, PO+Dist-. Purulia, Pin- 723101. 

গুরুত্বপূর্ণ তারিখ: 

আবেদন শুরু: 16/01/2023 (16 জানুয়ারি 2023)

আবেদন শেষ: 22/02/2023 (22 ফেব্রুয়ারি 2023)

বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join Kajkarmo Telegram.jpeg

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

নিয়োগের অফিসিয়াল নোটিশ- Download

✅ আবেদন করার ফর্ম- Download

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top