রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পদে নিয়োগ চলছে, আবেদন করুন অনলাইনে

Assistant Inspector Recruitment in MAKAUT : নমস্কার বন্ধুরা! আশা করি তোমরা সবাই ভালো আছো । প্রতিদিনের মতো আজকেও নতুন একটি চাকরির আপডেট নিয়ে আমি হাজির হলাম। পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT)– এর তরফ থেকে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 

অফিসিয়াল নোটিশ অনুযায়ী নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর পদে। পশ্চিমবঙ্গের সকল চাকরিপ্রার্থীরা খুব সহজেই তাদের যোগ্যতার ভিত্তিতে অনলাইনের মাধ্যমে এই চাকরিতে আবেদন করতে পারবে। তবে আবেদন করার আগে এই নিয়োগের খুটিনাটি সমস্ত কিছু একবার ভালো করে জেনে নিতে হবে। তাহলে চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
Assistant Inspector Recruitment in MAKAUT

নোটিশ নম্বরঃ MAKAUT/REG/Vacancy/Officer/19/2022 
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখঃ 06 এপ্রিল 2022
আবেদনের মাধ্যমঃ শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 
পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর (Assistant Inspector) 
বয়সসীমাঃ আবেদনকারীর বয়স 18 বছরের বেশি হতে হবে। 
শিক্ষাগত যোগ্যতাঃ  

✓কমপক্ষে 55% নম্বর সহ মাস্টার ডিগ্রি করা থাকতে হবে।
✓ যেকোনো ইউনিভার্সিটিতে ৫ বছরের সুপারভাইজারি ক্যাপাসিটির কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓কমপক্ষে ৫ বছরের প্রশাসনিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
✓কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে। 
শুন্যপদঃ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে শুন্যপদের সঠিক সংখ্যা জানানো হয়নি। 
চাকরির ধরনঃ কন্ট্রাকচুয়াল চাকরি (Contractual Job) 
কিভাবে আবেদন করতে হবেঃ
✓ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT)- এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 
✓আবেদন করতে হবে দুটি স্টেপ-এ। Step-I এবং Step-II
✓ Step-I এ রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।
✓Step-II তে লগ ইন করতে হবে। লগ ইন করা হলে আবেদনকারীকে তার সমস্ত তথ্য ফিল আপ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। সাবমিট করার আগে আপনার সমস্ত তথ্য যাচাই করে নেবেন।
আবেদন ফিঃ আবেদন করার জন্য টাকা লাগবে না। 
গুরুত্বপূর্ণ তারিখঃ

নোটিশ প্রকাশ তারিখঃ 06.04.2022
আবেদন শুরু তারিখঃ 06.04.2022
আবেদন শেষ তারিখঃ 20.04.2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন করুন Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
ALSO READ :   রাজ্যের হাসপাতালগুলিতে স্টাফ নার্স পদে নিয়োগ, বেতন ২৫,০০০ টাকা

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top