রাজ্যে নূন্যতম যোগ্যতায় গ্রুপ-D কর্মবন্ধু নিয়োগ | Group D Karmabandhu Recruitment

Group D Karmabandhu Recruitment in Jhargram

রাজ্যের ফ্যামিলি অ্যান্ড ওয়েলফেয়ার দফতরের তরফে গ্রুপ-D কর্মবন্ধু পদে কর্মী নেওয়া হবে, এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ডিরেক্টর অফ আয়ুবের্দের তরফে এই পদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনকারী প্রার্থীদের মধ্যে যিনি নিযুক্ত হবেন তাঁকে ঝাড়গ্রামে পোস্টিং দেওয়া হবে। পদের ব্যাপারে বিশদে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

যে পদে নিয়োগ হবে

কর্মবন্ধু- গ্রুপ-ডি (Karmabandhu) পদে নিয়োগ করা হবে এখানে।

মোট শূন্যপদের সংখ্যা

1 টি মাত্র শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা এবং বয়স 

যোগ্যতা এবং বয়স সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে ১৮ বছর বয়স হলে এবং ন্যুনতম যোগ্যতা থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে। 

বেতনক্রম

এখানে কর্মবন্ধু পদে নিয়োগের জন্য মাসিক 3,000 টাকা করে দেওয়া হবে।

নিয়োগ স্থান

প্রার্থীকে SAD Gidhni at Lauriadam PHC, Mohanpur Jhargram Block এ নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি

এখানে ওয়াক ইন ইন্টারভিউ (Walk-in Interview) এর মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীকে।

আবেদন পদ্ধতি

এই পদের জন্য আলাদা করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডেটা, ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) এবং অনলাইনে থাকা ফর্মটি যথাযথ ভাবে নিজের তথ্য দিয়ে সঠিক ভাবে পূরণ করে যথা সময়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে।
আবেদনপত্র ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটে গিয়ে: wbhealth.gov.in. 

আবেদনকারীদের সুবিধার জন্য প্রতিদিনের মতো আজকেও আবেদন করার ফর্ম ডাউনলডের লিংক নিচে দেওয়া হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার ২ নম্বর পেজে থাকা ফর্মটি সংগ্রহ করতে পারবেন। 

ইন্টারভিউয়ের স্থান ও সময়

24.03.2023 তারিখে সকাল 10.30 টার মধ্যে ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ দিতে নীচের ঠিকানায় পৌঁছে যেতে হবে।

Office of the Chief Medical Officer of Health, Zilla Swasthya Bhawan, Raghunathpur, Jhargram, PIN-721507.

আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য কোনও আবেদন মূল্য রাখা হয়নি।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো নতুন চাকরি 👇👇

ALSO READ :   Madhyamik Result: মাধ্যমিকে খুব বেশি বা খুব কম নম্বর পেলে নেওয়া হবে এমন পদক্ষেপ! ঠিক কি জানালেন পর্ষদ সভাপতি?

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top