রাজ্যে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ,মাধ্যমিক পাসে আবেদন করুন

আপনি যদি বীরভূম জেলার রামপুরহাট মহকুমা স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর।পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত রেশম শিল্প দপ্তরে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি দেওয়া হবে সম্পুর্ন এক বছরের চুক্তির ভিত্তিতে। কোন ব্লকে কত শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবেন, অফিশিয়াল নোটিশ সহ আরও বিস্তারিত তথ্য জানতে আজকের এই প্রতিবেদনটি পড়ুন।

Birbhum district resham bandhu recruitment

পদের নাম : রেশম বন্ধু।
শূন্যপদ: মোট ১৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। (নলহাটি- ৬টি, রামপুরহাট- ৫টি, মুরারই- ১টি, ময়ূরেশ্বর- ৩টি)
বয়সসীমা: ০১/০১/২০২২ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে।
বেতন কাঠামো: এই চাকরিতে নিযুক্ত হলে প্রতি মাসে ৫০০০ টাকা করে বেতন দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই চাকরিতে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাশ সঙ্গে আই সি ডি এস/ রেশম চাষ সংক্রান্ত প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। রেশম চাষ এলাকায় সহজে যাতায়াত ও যোগাযোগ করার জন্য সাইকেল ও স্মার্টফোন থাকা বাধ্যতামূলক। এছাড়াও আবেদনকারীর রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংকে একটি সেভিংস একাউন্ট থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে এই পদের জন্য আবেদন করতে পারবেন। অফিশিয়াল নোটিশ দেওয়া নির্দিষ্ট বয়ানে সাদা কাগজে প্রার্থীদেরকে আবেদন করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র তার সঙ্গে যোগ করে একটি মুখ বন্ধ খামে ভরে স্পিড পোস্ট বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপ অধিকর্তা রেশম শিল্প দপ্তর, রেশম ভবন, বেনেপুকুর পাড়া (পুরাতন বাসস্ট্যান্ড), পোস্ট- সিউড়ি, জেলা- বীরভূম, পিন- ৭৩১১০১
নিয়োগ পদ্ধতি: এই চাকরিতে ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান : বীরভূম জেলার অন্তর্গত বিভিন্ন রেশম প্রযুক্তি সহায়তা কেন্দ্রে। আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন করার শেষ তারিখ: সরকারি ছুটির দিন ছাড়া ৩১/০৩/২০২২ বিকেল ৪ টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিনই আবেদনপত্র জমা দেওয়া যাবে।
আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথিপত্র অবশ্যই যোগ করতে হবে :
১) আধার কার্ড।
২) ভোটার কার্ড।
৩) মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট।
৪) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
৫) কাস্ট সার্টিফিকেট।
৬) রেশম চাষ পরিবারভুক্ত জেলা শংসাপত্র।
৭) সেরিকালচার প্রশিক্ষণের শংসাপত্র।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন পত্র Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
ALSO READ :   LVD পদে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, তাড়াতাড়ি আবেদন করুন

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top