রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চাকরির বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুন

Health and Family Welfare Samiti Recruitment 2023

রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে।

নিয়োগের বিস্তারিত তথ্য

নোটিশ নং- DH&FWS-Mid(W)/2023/1537

নোটিশ প্রকাশ- 05.09.2023

1. কাউন্সেলর / Counsellor

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সাথে, কম্পিউটার স্কিল থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতার পাশাপাশি আঞ্চলিক ভাষায় দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা- সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- মাসিক 20,000 টাকা বেতন দেওয়া হবে।

2. অপথ্যালমিক অ্যাসিস্টেন্ট / Ophthalmic Assistant

শূন্যপদ- 3 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- আবেদন করার জন্য প্রার্থীদের সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশের সাথে Optometry and Ophthalmic Technique ডিপ্লোমা কোর্সটি করে থাকতে হবে।

বয়সসীমা- 18 থেকে 40 বছর বয়স অবধি সকলেই এখানে আবেদন করতে পারবেন।

ALSO READ :   বাড়িতে বসে মাসে 60 হাজার আয় করার সুযোগ দিচ্ছে SBI Bank, এক্ষুনি বিস্তারিত পড়ুন

মাসিক বেতন- 18,000 টাকা মাসিক বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে।

আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।

আবেদন মূল্য

জেনারেল , OBC, EWS প্রার্থীদের 100 টাকা এবং বাকি প্রার্থীদের 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।

আবেদনের সময়সীমা

30/09/2023 এখানে অনলাইনে আবেদন করার শেষ দিন।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

👉 রাজ্যের বিশ্ববিদ্যালয়ে নন টিচিং পদে চাকরি, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ

👉 ফুড SI নিয়ে বিরাট জয় রাজ্যের, ৩০২৪ জন চাকরিপ্রার্থীর স্বস্তি মিলল

👉 উচ্চ মাধ্যমিক পাশে বন দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 29 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে

ALSO READ :   100 Rupees Note: ১০০ টাকার নতুন নোটের পেছনে কি ছবি থাকে? জানলে অবাক হবেন আপনিও

👉 ইস্টার্ন রেলওয়েতে 3115 টি শূন্যপদে নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ

👉 ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে গ্রুপ-C এবং গ্রুপ-D পদে চাকরি

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top