রাজ্যে ১০০ শূন্যপদে হোম গার্ড নিয়োগ, অষ্টম শ্রেণি পাশে চাকরি | WB Home Guard Recruitment

Home Guard Recruitment: ১০০ টি শূন্যপদে পশ্চিম মেদিনীপুর বিভিন্ন থানায় হোম গার্ড নিয়োগ করা হবে। ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এই হোম গার্ডের চাকরির জন্য ছেলে-মেয়ে সকলেই আবেদন করতে পারবে। 

আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে ইচ্ছুক প্রার্থীরা তাদের নিকটবর্তী থানায় গিয়ে আবেদনপত্র জমা করতে পারবে। ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ হলেই এতে আবেদন করতে পারা যাবে। 

আপনাকে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কিছু থানা এলাকায় যান চলাচলের নিয়ন্ত্রনের জন্য এই হোম গার্ডগুলি নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন থানায় সময় সময় হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তাই আপনার জেলাতেও হোম গার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো। তাই আপডেট পেতে আমাদের হোয়াটঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে থাকুন। 

Home Guard Recruitment in Paschim Medinipur

Home Guard Recruitment in Paschim Medinipur

হোম গার্ড নিয়োগ বিষয়ক তথ্য (Home Guard Recruitment Details)

যে পদে নিয়োগ করা হবে:

হোম গার্ড (Home Guard)

হোম গার্ডের বেতন:

দৈনিক ভিত্তিতে প্রতিদিন 565 টাকা (প্রতি মাসে মোটামুটি ১৬ হাজার ৯৫০ টাকা) বেতন দেওয়া হবে। 

ALSO READ :   ISRO তে চাকরি করার কথা ভাবছেন? এই কোর্সগুলি করা জরুরি
হোম গার্ডের চাকরির জন্য বয়স:

হোম গার্ড পদের চাকরির জন্য আবেদনকারীর বয়স 18-40 বছরের মধ্যে থাকতে হবে। 

হোম গার্ডের জন্য শূন্যপদ:

মোট ১০০ টি শূন্যপদে পশ্চিম মেদিনীপুর জেলার ৮ টি থানাতে নিয়োগ করা হবে। 

হোম গার্ডের চাকরির জন্য দরকারি শিক্ষাগত যোগ্যতা:

কমপক্ষে অষ্টম শ্রেণি পাশ (Eight Pass) হলেই হোম গার্ডের চাকরির জন্য আবেদন করা যাবে। সেই সাথে আবেদনকারী অবশ্যই বাংলায় লিখতে এবং পড়তে পারতে হবে। 

অন্যান্য যোগ্যতা: 
  • পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৬০ সেমি এবং ওজন কমপক্ষে ৫১ কেজি হতে হবে।
  • মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা ১৫২ সেমি এবং ওজন কমপক্ষে ৪৪ কেজি হতে হবে।
হোম গার্ডের নিয়োগ প্রক্রিয়া: 

লিখিত পরীক্ষার শারীরিক মাপ যোগ এবং দৌড়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। 

যে সমস্ত থানায় হোম গার্ড নিয়োগ হবে: 

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি, ডেবরা, কোতয়ালি, খড়গপুর লোকাল, দাতন সহ মোট আটটি থানায় এই হোম গার্ড নিয়োগ করা হবে। 

হোমগার্ডের চাকরির জন্য আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক এবং অষ্টম শ্রেণী পাস ছেলেমেয়েরা অফলাইনের মাধ্যমে এই হোমগার্ড পদে চাকরির জন্য আবেদন করতে পারবে। আবেদন করার ফর্ম নির্দিষ্ট থানায় গিয়ে সংগ্রহ করতে হবে।

ALSO READ :   HS Exam 2023: পরীক্ষার্থী বাড়লো উচ্চমাধ্যমিকে! পরীক্ষায় বসতে চলেছেন প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী!

ওই আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করতে এবং তার সাথে দরকারি বেশ কিছু ডকুমেন্টসের জেরক্স যুক্ত করে একটি খামে ভর্তে হবে। সবশেষে ওই আবেদনপত্র সহ খামটি নির্দিষ্ট থানায় গিয়ে জমা করতে হবে। 

আবেদনের শেষ তারিখ:

17/02/2023 (17 ফেব্রুয়ারি 2023)

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

Join telegram

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

👇👇👇👇

কাজকর্ম WhatsApp গ্রুপ- Join Now

অফিসিয়াল ওয়েবসাইট- Click Here

হোম গার্ড নিয়োগের নোটিশ- Download

 ডেইলি চাকরির আপডেট- Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top