Asha Karmi Recruitment 2022 Malda West Bengal : রাজ্যে ২১৭ টি শূন্যপদে আশা কর্মী নিয়োগ 2022 বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে মালদা জেলার অন্তর্গত চঞ্চল সাব ডিভিশনের কর্মকর্তারা। নিয়োগ করা হবে চঞ্চল সাব ডিভিশনের অন্তর্গত প্রায় প্রতিটি গ্রামে। এই পদে আবেদন করার জন্য বয়স সীমা কত, শিক্ষাগত যোগ্যতা কত, সিলেকশন প্রসেস বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রতিবেদনটিতে। তাই আগ্রহী প্রার্থীরা প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইল।
নিয়োগকারী সংস্থা | চঞ্চল সাব ডিভিশনাল অফিস, মালদা |
পদের নাম | আশা কর্মী |
শূন্যপদ | ২১৩ টি |
আবেদন মাধ্যম | অনলাইনে |
আবেদনের শেষ তারিখ | ২৩/০২/২০২২ |
পদের নাম : আশা কর্মী
শূন্যপদ : ২১৩ টি ।
শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে।
বয়সসীমা : এই পদে চাকরির জন্য আবেদনকারীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামো : উল্লেখ করা হয়নি। তবুও ধরে রাখুন মাসে ৫,০০০-৭,০০০ টাকা।
নিয়োগ স্থান : মালদা জেলার অন্তর্গত চঞ্চল সাব ডিভিশনের অধীনে থাকা যেকোনো গ্রামে।
নির্বাচন পদ্ধতি : এক্ষেত্রে মাধ্যমিকের রেজাল্ট (৯০%) ও ইন্টারভিউ (১০%) এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
কিভাবে আবেদন করবেন : ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনে আবেদন করতে পারবেন তবে এর জন্য মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকেও সরাসরি আবেদন করতে পারবেন অনলাইনে।
কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে :
১। ভোটার কার্ড
২। রেশন কার্ড
৩। মাধ্যমিক এডমিট (বয়স প্রমানপত্র হিসেবে) ও মার্কশিট।
৪। জাতিগত শংসাপত্র (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে)।
৫। অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন শুরু তারিখ : ১০/০২/২০২২
আবেদন করার শেষ তারিখ : ২৩/০২/২০২২
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
Official Notice | |
Apply Link | |
Official Website |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)