রাজ্যে Mid-Day-Meal প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ মুর্শিদাবাদ জেলায়

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য আবারো একটি দারুন সুখবর। রাজ্যে জেলার স্কুলে Mid-Day-Meal প্রকল্পে Data Entry Operator পদে কর্মী নিয়োগের জন্য নতুন করে আবারো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের BDO অফিসের তরফ থেকে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং চাকরির খোঁজ করছেন তাহলে আপনি এই চাকরি সম্বন্ধে সমস্ত তথ্য নিচে পড়ে নেবেন।

Murshidabad recruitment 2022

ইতিমধ্যেই জানানো হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে Mid-Day-Meal প্রকল্পে Data Entry Operator পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে পুরুষ-মহিলা সকলেই আবেদন করতে পারবেন। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে চাকরির খোঁজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই খবরটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আবেদন করার আগে নিচে অফিশিয়াল নোটিফিকেশন দেওয়া আছে সেটা ডাউনলোড করে ভাল করে পড়ে নেবেন।
পদের নাম: Data Entry Operator পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ : মোট ০১ টি‌ শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে।
বয়স সীমা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে।
বেতন: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে 11 হাজার টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই যে কোন শাখায় ও যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুধু মাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে। এছাড়াও এখানে চাকরিপ্রার্থীর অবশ্যই কম্পিউটারের ভালো দক্ষতা থাকতে হবে বা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।
আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আবেদন করতে হবে প্রেসক্রাইব ফরমাটে। আপনারা অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করলে নোটিফিকেশন এর মধ্যে আবেদনের ফরম টি পেয়ে যাবেন সেটি ফিলাপ করে এর সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি আপনাদের নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্রের সঙ্গে ও ইন্টারভিউ স্থানে যেসব ডকুমেন্টস নিয়ে যাবেন:
1.আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
2. কম্পিউটার সার্টিফিকেট
3. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
4. আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি
5. আপনার সুন্দর একটি বায়ো ডাটা
নিয়োগ পদ্ধতি: অফিশিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগ্রহী প্রার্থীদের পরীক্ষা হবে এরপর ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান: The Block Development Officer and Chairperson, Block Level Selection Committee for engagement of DEO (CMDMp),Bharatpur-I Development Block। 
আবেদনের শুরু তারিখ: 24.03.2022 
আবেদনের শেষ তারিখ: 18-04-2022 তারিখ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদন পত্র Click Here(link)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
ALSO READ :   ভারতীয় রিজার্ভ ব্যাংকে কর্মী নিয়োগ, রয়েছে শতাধিক শূন্য পদ

বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top