রাজ্য স্বাস্থ্য দপ্তরে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে চাকরি, যেকোনো জেলা থেকে আবেদন করা যাবে

WB Health Department Ayurvedic Pharmacist Recruitment

রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের তরফে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বর্তমানে আবেদন চলছে। এখানে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ আবেদন করতে পারবেন। এখানে নিয়োগ চুক্তিভিত্তিক হলেও তা পার্মানেন্ট পদের মতোই ধরা হবে। আসুন জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত তথ্যাদি।

যে পদে নিয়োগ হবে

এখানে আয়ুর্বেদিক ফার্মাসিস্ট (Ayurvedic Pharmacist) পদে কর্মীদের নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ

এখানে মোট 35 টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে UR 16 টি, SC 8 টি, ST 4 টি , OBC-A 3 টি এবং OBC-B 3 টি করে পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য, প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আয়ুর্বেদিক ফার্মেসি বিষয়ে 2 বছরের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদে নাম রেজিস্টার থাকতে হবে এবং বাংলা ভাষা বলতে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা

আবেদন করার জন্য বয়সের উচ্চসীমা 39 বছর ধার্য করা হয়েছে এখানে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় মিলবে।

বেতন কাঠামো

এখানে রাজ্য সরকারের তরফে মাসে 27,000/- থেকে 69,800/- টাকা বেতন মিলবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। www.wbhrb.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করে, শিক্ষাগত যোগ্যতার নথিপত্র আপলোড করে এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর দেওয়ার পর আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।

আবেদনের সময়সীমা

এখানে আবেদনের পোর্টালটি চালু থাকবে আগামী 31.03.2023 তারিখের 02:00 PM পর্যন্ত। এই পময়ের মধ্যে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।

আবেদন মূল্য (Application Fee)

খানে কেবল UR, OBC প্রার্থীদের জন্য 210 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। বাকি প্রার্থীদের কোনো টাকা দিতে হবে না।

নিয়োগ পদ্ধতি

  • এখানে কেবলমাত্র প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের উপর নম্বর দেওয়া হবে।
  • কোনো লিখিত পরীক্ষা হবে না।
  • শিক্ষাগত যোগ্যতার উপর 80 নম্বর, কাজের অভিজ্ঞতার উপর 5 নম্বর এবং ইন্টারভিউয়ের উপর 15 নম্বর থাকবে।
  • সব মিলিয়ে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই লিস্ট অনুয়ায়ী প্রার্থীদের নিয়োগ করা হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

ALSO READ :   রাজ্যে গ্রুপ-সি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি, বেতন প্রতি মাসে 22 হাজার টাকা

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top