ভারতের রেলের IRCTC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড থেকে চাকরির একটি অফিসিয়াল নোটিশ জারি হয়েছে। এখানে কলকাতা সহ বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।
আজকের এই নিয়োগের ক্ষেত্রে ভালো বিষয়টি হচ্ছে এটি অল ইন্ডিয়া বেসিসে নিয়োগ হওয়ায় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই আবেদন করা যাবে। তবে আবেদন করতে হলে বিশেষ যোগ্যতা থাকতে হবে।
নিচে আমরা এই নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য যেমন পদের নাম, দরকারি যোগ্যতা, শূন্য পদ, কোথায় কোথায় নিয়োগ করা হবে, কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি সহজ ভাবে পরপর জানিয়েছি।
IRCTC Senior Executive Recruitment 2023
অফিসিয়াল নোটিশ নম্বর: 2013-15/HRD/Dep./Service/Part File
নোটিশ প্রকাশের তারিখ: 23/01/2023
আবেদনের মাধ্যম: অনলাইনে ইমেইল এর মাধ্যমে আবেদন করতে হবে। সম্পূর্ণ আবেদন পদ্ধতি নিচে ভালোভাবে জানানো হয়েছে।
যে পদে নিয়োগ করা হবে:
সিনিয়র এক্সিকিউটিভ (Senior Executive)
চাকরির বেতন:
DPE-এর গাইডলাইন অনুযায়ী প্রতি মাসে বেতন দেওয়া হবে। বেতন সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে স্পষ্ট কিছু জানানো নেই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারেন।
মোট শূন্যপদ:
তিনটি জোনে মোট 3 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য বয়সসীমা:
আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স 55 বছরের মধ্যে থাকতে হবে।
দরকারী যোগ্যতা:
ইন্ডিয়ান রেলওয়ে অর্থাৎ ভারতীয় রেলের মেকানিক্যাল ডিপার্টমেন্টে কর্মরত ব্যক্তিরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবে।
আরো চাকরি: পশ্চিমবঙ্গের সরকারি ছাপাখানায় গ্রুপ-D পদে চাকরি
নিয়োগের স্থান:
কলকাতা (East Zone), মুম্বাই (West Zone), এবং সেকেন্দ্রাবাদে (South Zone) নিয়োগ করা হবে।
নিয়োগের প্রক্রিয়া:
ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন করার প্রক্রিয়া:
(1) অফিসিয়াল বিজ্ঞপ্তির তিন নম্বর পেজে আবেদন করার একটি ফর্ম দেওয়া রয়েছে। তাই প্রথমেই নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড করতে হবে।
(2) তারপর বিজ্ঞপ্তিতে থাকা আবেদন করা ফরমটি A4 সাইজের পেজে প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে।
(3) পূরণ করা ওই ফর্মের সাথে দরকারি বিভিন্ন ডকুমেন্টস গুলিকে একসঙ্গে স্ক্যান করে বা মোবাইলে ছবি তুলে একটি পিডিএফ ফাইল বানাতে হবে।
(4) সবশেষে আবেদনপত্রের ওই পিডিএফ ফাইলটি নিচের দেওয়া ইমেইলে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্রের পিডিএফ পাঠানোর Email:
আবেদনপত্রের পিডিএফ ফাইলটি এই ইমেইলে পাঠিয়ে দিতে হবে- [email protected].
আবেদনের শেষ তারিখ:
23/02/2023 (23 ফেব্রুয়ারি 2023)
বি:দ্র: প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
👇👇👇👇
✅ কাজকর্ম WhatsApp গ্রুপ-Join Now
✅ IRCTC অফিসিয়াল ওয়েবসাইট-Click Here
✅ নিয়োগের অফিসিয়াল নোটিশ-Download
✅ আবেদন করার ফর্ম–Download
✅ ডেইলি চাকরির আপডেট-Click Here