লক্ষীর ভান্ডার নিয়ে বিরাট ঘোষণা, এবার পাবে 1000, কিন্তু কারা ও কেন? রইল বিস্তারিত -WB Lakshmir Bhandar Update

কলকাতা : মা, মাটি, মানুষ।  এই স্লোগান কে হাতিয়ার করেই তিন -তিন বার  রাজ্যের মসনদে তৃণমূল সরকার। নিন্দুকের কাজ নিন্দা করা। সেদিকে ভ্রুক্ষেপ নেই মুখ্যমন্ত্রীর। যেন তেন প্রকারেণ রাজ্যের মানুষের মানুষের উন্নতি সাধনই এই সরকারের মূল লক্ষ্য। ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষের আর্থ সামাজিক উন্নতির কথা মাথায় রেখে প্রায় ৭০ টির ওপর জনমুখি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত কয়েক বছর যাবত এই জনমুখি প্রকল্পগুলির কাজ চলছে জোর কদমে। গোটা রাজ্যের মানুষ এই প্রকল্পগুলি থেকে সুবিধাও পাচ্ছেন অকছর। WB Lakshir Bhandar Update 2023

তবে মুখ্যমন্ত্রীর আসল ভোট ব্যাঙ্কের চাবিকাঠি রাজ্যের মহিলা বা মায়েদের মধ্যেই লুকিয়ে রয়েছে। তাই মহিলাদের উন্নতির দিকে মুখ্যমন্ত্রীর নজর সর্বাগ্রে। ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় এসে গোটা রাজ্যের মহিলাদের বিশেষ করে ঘরের গৃহিণীদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডারের মতো জনমুখি প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। 

এই প্রকল্পের আওয়ায় গোটা রাজ্যের মহিলারা মাসে ৫০০- ১০০০ টাকা পর্যন্ত  মাসিক ভাতা পান। এ ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতী -উপজাতি সম্প্রদায়ের সকল মহিলা মাসে ১০০০ টাকা পান মাসকাবারি। তবে গত বছর থেকেই এই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন রাজ্যের বিধবা মহিলারাও । এ বিষয়ে সরকারি পরিসংখ্যান অনুযায়ী মূলত ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত রাজ্যের প্রায় ১ কোটি ৮৮ লক্ষ মহিলা আপাতত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন । 

ALSO READ :   NSP স্কলারশীপে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের 50000 টাকা করে দিচ্ছে সরকার

তবে শেষ হইয়াও বুঝি হইলো না শেষ । তার প্রমান মিলল বুধবার রাজ্য বিধানসভায় পেশ হওয়া বাজেটে অধিবেশনে । এদিন বাজেট পেশের প্রাক্কালে রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করেন,  এবার থেকে ষাটোর্ধ মহিলারাও পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা । অর্থাৎ ৬০ বছর অতিক্রান্ত মহিলা যাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তারা এবার থেকে সরাসরি বার্ধক্য ভাতার তালিকায় পৌঁছে যাবেন একেবারে সহজেই ।  এ জন্য ওই মহিলাদের আর নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদনের প্রয়োজন নেই । পাশাপাশি  ষাট বছর অতিক্রান্ত মহিলারা যারা বিধবা ভাতা পেতেন না তারা এবার থেকে বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১ হাজার টাকা পাবেন।   ৬০ বছর পরেও যাতে তাঁদের ভাতা বন্ধ না হয়, সেই লক্ষ্যে তাঁদের সরাসরি পেনশনের আওতায় আনছে রাজ্য। প্রতি মাসে তাঁরা ১ হাজার টাকা পেনশন পাবেন।  অর্থমন্ত্রী চন্দ্রিমার এই ঘোষণার পরেই স্বভাবতই খুশির হাওয়া গোটা রাজ্যের মহিলা মহলে । তবে বিরোধীরা অবশ্য একে ভোট রাজনীতির স্বার্থে মুখ্যমন্ত্রীর দান খয়রাতী হিসাবে আখ্যা দিয়ে এদিন রাজ্য বিধানসভার বাইরে প্রতিবাদে সামিল হন । তবে বিরোধীরা যাই বলুক সরকারি তরফে এই ঘোষণায় রাজ্যের মহিলারা যে আর্থিক ভাবে বেশ উপকৃত হবেন তা বলাই বাহুল্য । 

written by – Somnath Pal. 

ALSO READ :   GAIL -এ বিভিন্ন পদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ১০ এপ্রিল পর্যন্ত

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG- #LAKSHMI BHANDAR #PROKALPO #WB #CM #MAMTA BANERJEE

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top