লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে MT স্টাফ নিয়োগ, যেকোনো জেলা থেকেই আবেদন করুন

Madhyamik Pass Multi Tasking Staff Recruitment

সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে মাধ্যমিক পাশে MT স্টাফ অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ (Madhyamik Pass Multi Tasking Staff) সহ অন্য পদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এর অফিস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোচবিহার জেলাতে নিয়োগ করা হলেও পশ্চিমবঙ্গের সব জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে।

আপনিও যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং এই চাকরির জন্য আবেদন করার কথা ভাবেন তাহলে নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন। নিচে আমরা এক এক করে শিক্ষাগত যোগ্যতা, দরকারি বয়সসীমা, মাসিক বেতন সহ আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানিয়েছি।

নিয়োগের নোটিশ মেমো নম্বর: DW&FW/COB/770

নোটিশ প্রকাশের তারিখ: 10/02/2023

চাকরির নিয়োগের যাবতীয় তথ্য

যে সমস্ত পদে নিয়োগ করা হবে:

(1) মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)

(2) আয়ুষ MO (Ayush MO)

বেতনের পরিমাণ:

(1) মাল্টি টাস্কিং স্টাফ- প্রতিদিন হিসেবে 500 টাকা করে মাসে কুড়ি দিন কাজ হবে।

(2) আয়ুষ MO- প্রতিদিন হিসেবে 1000 টাকা করে মাসে কুড়ি দিন কাজ হবে।

ALSO READ :   এই প্রকল্পে পান 5 লক্ষ টাকা, এক্ষুনি আবেদন করুন -Govt New Scheme

নিয়োগ প্রক্রিয়া:

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। নিয়োগের ক্ষেত্রে কোন রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না।

ইন্টারভিউ এর স্থান- Meeting Hall-I, District Vaccine & Family Welfare Store, Office of Chief Medical Officer of Health N.N. Road, (Besides Circuit House) Cooch Behar.

ইন্টারভিউয়ের সময়- সকাল 10:00 টার সময়।

ইন্টারভিউ এর তারিখ- 23/02/2023 (23 ফেব্রুয়ারি 2023)

শূন্যপদ:

(1) মাল্টি টাস্কিং স্টাফ- 1টি (UR)

(2) আয়ুষ MO- 1 টি (UR)

আবেদনের জন্য দরকারি বয়স:

(1) মাল্টি টাস্কিং স্টাফ- ২১ থেকে ৪০ বছর বয়সি চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবে। বয়সের হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।

(2) আয়ুষ MO- এই পদে চাকরির ক্ষেত্রে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী ৬৫ বছরের কম হতে হবে।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:

(1) মাল্টি টাস্কিং স্টাফ- কমপক্ষে মাধ্যমিক পাস (Madhyamik Pass) করতে হবে। সেই সাথে কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

(2) আয়ুষ MO- HMO/ SAMO/ UMO-এর একজন অবসরপ্রাপ্ত কর্মী হতে হবে। সেই সাথে জেলার আয়ুষ সিস্টেমের কাজের যথেষ্ট জ্ঞান থাকতে হবে।

ALSO READ :   রাজ্যের স্কুলে চাকরি! গ্রুপ-C, গ্রুপ-D এবং টিচিং স্টাফ নিয়োগ

ইন্টারভিউ এর জন্য দরকারী ডকুমেন্টস:

ইন্টারভিউয়ের দিন আবেদনকারীকে একটি ফর্ম ফিলাপ করে এবং তার সঙ্গে দরকারি কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে- 

(1) অফিসিয়াল বিজ্ঞপ্তির দুই নম্বর পেজে থাকা আবেদনপত্র (ফিল আপ করে)

(2) শিক্ষাগত যোগ্যতার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস।

(3) কম্পিউটার কোর্সের সার্টিফিকেট

(4) মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট

(5) ভোটার কার্ড অথবা আধার কার্ড

(6) PPO-এর অরিজিনাল কপি অথবা রিলিজ অর্ডার (Ayush MO পদের ক্ষেত্রে)

(7) সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি (সেলফ অ্যাটেস্টেড)

(8) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।

প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links) 

WHATSAPP GROUP: Click Here

✅ TELEGRAM GROUP: Click Here

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

অফিসিয়াল নোটিশ: Download

 ডেইলি চাকরির আপডেট: Click Here

🔥 আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top