শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে গ্রুপ ডি কর্মী নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

🔹 Jalpaiguri District Jobs Vacancy 2022 : জলপাইগুড়ি জেলার অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।

Jalpaiguri Jobs Vacancy

জলপাইগুড়ি জেলার চাকরি খবর ২০২২

পদের নাম (Post Name)

🔹 অর্ডারলি (Orderly)
🔹 নাইট গার্ড (Night Guard )

শূন্যপদ (Vacancy)

🔹 অর্ডারলি (Orderly) – ০২ টি
🔹 নাইট গার্ড (Night Guard ) – ০১ টি

বেতন কাঠামো (Pay Scale)

🔹 অর্ডারলি (Orderly) – প্রতি মাসে 7,000 টাকা
🔹নাইট গার্ড (Night Guard) – প্রতি মাসে 7,000 টাকা

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

🔹 শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করেন পারবেন।

বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)

🔹 সর্বনিম্ন বয়সঃ 21 বছর
🔹 সর্বোচ্চ বয়সঃ 40 বছর

আবেদনের মাধ্যম (How To Apply)

🔹 সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে ।
🔹 ইন্টারভিউয়ের ঠিকানাঃ

District Magistrate ,Jalpaiguri , Collectorate Building, Jalpaiguri

আবেদন ফি (Application Fee’s)

🔹 জেনারেল প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
🔹ST/SC/OBC প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা

ALSO READ :   রাজ্যে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ ডি কর্মী নিয়োগ | West Bengal Recruitment 2022

নির্বাচন পদ্ধতি (Selection Process)

🔹 পার্সোনালিটি টেস্ট ও ভাইভার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

🔹 ইন্টারভিউয়ের তারিখঃ 17/06/2022
🔹 ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ 

 ক) রঙিন পাসপোর্ট সাইজ ছবি। 
 খ) জন্ম প্রমাণপত্র। 
 গ) সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র। 
 ঘ) বায়োডাটা 
 ঙ) স্থায়ী ঠিকানার প্রমানপত্র।

গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিশিয়াল নোটিফিকেশন Download(download)
আবেদনপত্র ডাউনলোড Download(download)
অফিশিয়াল ওয়েবসাইট Click Here(link)
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে এখানে ক্লিক করুন(link)
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল Join Now(link)

👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top