সরকারি কর্মীদের জন্য ডাবল উপহার। একে তো পুজোর খুশি অন্যদিকে সরকারি কর্মীদের জন্য জন্য দারুণ উপহার দিতে যাচ্ছে সরকার পক্ষ। এবার সরকারি কর্মীদের বছর ঘুরতে না ঘুরতেই ফের একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান অবশেষে শেষ হতে চলেছে। এদিকে দীর্ঘদিন ধরে সরকারি মহলে এ বিষয়ে দীর্ঘ আলোচনা চলছিল। এ বিষয়ে ইতিমধ্যে বহু সংবাদমাধ্যম রিপোর্টও প্রকাশ করেছে। তবে আর অপেক্ষা নয়, এবার অবশেষে পুজোর আগে বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ ভাতা৷ Govt Employees DA Update
এবার সব থেকে বড়ো প্রশ্ন হলো কতটা বৃদ্ধি পেতে চলেছে মহার্ঘ ভাতা? আসুন তাহলে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনটি। সুত্র মারফত জানা গিয়েছে, গত বারের মতো এই বারেও মহার্ঘ ভাতা বা ডিএ আরও 3 শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। এই 3 শতাংশই ডিএ যে বৃদ্ধি পাবে তা কিন্তু একেবারে বলা যাবে না। তবে এও জানা গিয়েছে যে, বছরের মাঝামাঝি বা জুলাই অনুযায়ী ডিএ বৃদ্ধির যে ঘোষণা আসবে তাতে ডিএ এর পরিমান 3 শতাংশ থেকে তা 4 শতাংশ বৃদ্ধি পেতে পারে। তবে ডিএ এর পরিমান কতটা ঠিক বৃদ্ধি তা এখনো চুড়ান্ত ঘোষণা করা হয়নি৷ Govt Employees Update
*ফের পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন 19,900 টাকা -India Post Office Reqruitment*
সুত্র মারফত জানা গিয়েছে, যে সরকারি কর্মীদের এই পর্যন্ত মহার্ঘ ভাতা প্রদান করা হয় 42 শতাংশ যদি ফের নয়া করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তাহলে মোট মহার্ঘ ভাতা বা DA এর পরিমান বৃদ্ধি পেয়ে দাড়াবে 3 শতাংশ অনুযায়ী 45 শতাংশ এবং যদি এবারে 4 শতাংশ ডিএ বৃদ্ধি পায় তাহলে মোট ডিএ এর পরিমান দাঁড়াবে 46 শতাংশে।
*পশ্চিমবঙ্গের যাদুঘরে মাসিক 35,000 টাকা চাকরি, ছেলে ও মেয়ে আবেদন করুন -WB Museum Reqruitment*
এদিকে প্রাথমিক ভাবে অনুমান সুত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে নয়া করে ডিএ বৃদ্ধি পেতে চলেছে আগামী অক্টোবর বা নভেম্বর মাস নাগাত। আরও জানা গিয়েছে, এক্ষেত্রে পুজোর আগে বা খুব বেশি হলে দীপাবলির আগে কেন্দ্র সরকারী কর্মীদের বেতন বৃদ্ধি পেতে চলেছে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। এই মূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের জন্য ডিএ বৃষ্টি হওয়া আবশ্যক বলে সরকারি কর্মী মহলের অনুমান। সুত্র মারফত জানা গিয়েছে, ইতিমধ্যে সরকারি মহলে এই বিষয়ে তোড়জোড় আলোচনা চলছে। ফলে ডিএ সম্পর্কে ফাইনাল সিদ্ধান্ত আসতে খুব একটা বেশি সময়েও লাগবেনা। Govt Employees DA Update