নয়াদিল্লী – হাতে গোনা কয়েকদিন । সব কিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ দিন আসতে চলছে খুশির খবর । প্রশ্ন এখন একটাই, কাদের জন্য কি খুশির খবর ? ওইদিনই মহার্ঘ ভাতা আরও এক কিস্তি বৃদ্ধির খবর পেতে পারেন সরকারি কর্মীরা । তবে এবছরের গোরার দিকে ৪ শতাংশ ডি এ এবং ডি আর বৃদ্ধি হয়েছে সরকারি কর্মী এবং পেনশন হোল্ডার দের । চলতি বছর জানুয়ারি থেকে সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ এবং ডি আর -র সুবিধা পাচ্ছেন ।
এমনকি নতুন বছর অর্থাৎ ২০২৩-এর শুরুতেই তিন তিনটি সুবিধা একযোগে পেয়েছেন সরকারি কর্মীরা । যেমন , প্রথমত ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বৃদ্ধি হয়েছে , তেমনই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক বৃদ্ধির জেরে সরকারি কর্মীদের বেতন ও বেড়েছে কয়েকগুন । তৃতীয়ত এ বছরের শুরুতেই বিগত ১৮ মাসের বকেয়া টাকা নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।
বিগত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম বেতন কমিশন। ষষ্ঠ পে কমিশন অনুযায়ী সরকারি কর্মীরা পেতেন ৩৮ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৪২ শতাংশ। কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। যেমন বছরের শুরুতে জানুয়ারিতে এবং বছরের মাঝামাঝি জুলাইতে । এ বছরও যে অন্যথা হবে না তার ইঙ্গিত মিলেছে দিন কয়েক আগেই ।
চাকরি খুঁজে লাভ কি , বাড়িতে বসেই শুরু করুন এই কাজ, টাকা আসবে মুঠো মুঠো- Self Business idea
ইতিমধ্যেই সরকারি সুত্রে পাওয়া তথ্য অনুসারে , প্রতিবছরের মতো এবারও জুলাই মাসে ফের ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দেওয়া সরকারি কর্মীদের এআইসিপিআই (AICPI ) সুচক। এবিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পেশ করা তথ্য অনুসারে চলতি বছর ফেব্রুয়ারিতে কমলেও এক মাসের মধ্যে অর্থাৎ মার্চ মাসেই ফের বৃদ্ধি পেয়েছে AICPI ইনডেক্স বা সুচক । এই বর্ধিত ইনডেক্স বা সুচকের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের প্রতিবছর ডি এ নির্ধারিত হয় ।
পাশাপাশি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসের এআইসিপিআই সূচক প্রকাশিত হবে ৩১ মে। এদিকে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক মার্চ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সংক্রান্ত তথ্য প্রকাশ করে গত মাসে। তাতে দেখা যায়, সূচক বেড়েছে ০.৬ পয়েন্ট। যার ফলে বর্তমানে এআইসিপিআই বেড়ে দাঁড়িয়েছে ১৩৩.৩ পয়েন্টে। এর থেকে অনুমান করা হচ্ছে যে জুলাই মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৩ থেকে ৪ শতাংশ। যদি মার্চ মাসের মতো এপ্রিল এবং জুন মাসের সূচকও ঊর্ধ্বমুখী হয়, তাহলে ডিএ বাড়তে পারে ৪ শতাংশ।
ইতিমধ্যেই গত ২৮ এপ্রিল বিগত মার্চ মাসের AICPI ইনডেক্সের (All-India Consumer Price Index) অর্থাৎ সুচকের তথ্য প্রকাশ পেয়েছে। ফেব্রুয়ারিতে এটি কমে গেলেও মার্চ এবং এপ্রিল মাসে এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে AICPI সুচক বা ইনডেক্স । যার ফলে অনুমান করা হচ্ছে যে, আগামী ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি ইতিমধ্যেই এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে । তুলনা করলে তা ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । ফলে আগামী ৩১ শে মে যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর আসতে চলেছে তা আর বলাই বাহুল্য ।
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – DA# #DEARNESS ALLOWENCE #HIKE #AICPI