সরকারি BECIL সংস্থায় বিভিন্ন পজিশনে চাকরি! পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতার বিষয়ে বিস্তারিত তথ্য

Jobs in Govt BECIL organization in various positions

Broadcast Engineering Consultant India Limited (BECIL) এর তরফে 10 টি আলাদা আলাদা পোস্টে বিভিন্ন পজিশনে যোগ্য কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। নিযুক্ত কর্মীদের National Institute of Industrial Engineering (NIETE), Mumbai এ পোস্টিং দেওয়া হবে। এখানে চুক্তিভিত্তিক প্রার্থী নিয়োগ করা হবে। সমস্ত পদগুলির বিবরণ নিচে দেওয়া হল। আবেদন করার আগে পোস্ট গুলির নাম, দরকারি যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ভালো করে জেনে নিন।

নোটিশ ফাইল নম্বর: BECIL/MR-Project-1/NIETEMumbai/Advt.2023/ 295

নোটিশ প্রকাশ: 17.03.2023

নিয়োগের খুটিনাটি তথ্য

1. ম্যানেজার (Manager-ERP implementation in Academics office)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যেকোনো বিষয়ে 60% নম্বরসহ স্নাতক ডিগ্রির সাথে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষ হতে হবে।

বয়স- 45 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে প্রার্থীদের 75,000 – ₹ 1,00,000/- টাকা বেতন দেওয়া হবে।

2. ম্যানেজার এক্সামিনেশন (Manager- Examination)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যেকোনো বিষয়ে 60% নম্বরসহ স্নাতক ডিগ্রির সাথে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে এবং ইংলিশ ভাষাতে দক্ষ হতে হবে।

বয়স- 45 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে প্রার্থীদের 75,000 – ₹ 1,00,000/- টাকা বেতন দেওয়া হবে।

3. অফিসার অ্যাকাডেমিক অফিস (Officer- Academic office)

শূন্যপদ- এখানে 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- যেকোনো বিষয়ে 60% নম্বরসহ স্নাতক ডিগ্রির সাথে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংলিশ ভাষাতে দক্ষতা থাকতে হবে।

বয়স- 35 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে প্রার্থীদের 40,000/- থেকে 50,000 টাকা করে বেতন দেওয়া হবে।

4. লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট (Library and Information Assistant- Library Science field)

শূন্যপদ- এখানে 2 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Library and Information Science বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সাথে UGC NET পাশ করা থাকতে হবে। সাথে 1 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- 35 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে প্রার্থীদের Rs.55,000/- থেকে Rs.60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

5. লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট- কপমিউটার সায়েন্স ফিল্ড (Library and Information Assistant- Computer Science field)

শূন্যপদ- 1 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা- Computer Science এবং Engineering/
Information Technology তে B. Tech বা MCA ডিগ্রি থাকতে হবে এখানে আবেদন করার জন্য। সাথে 1 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- 35 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে প্রার্থীদের Rs.55,000/- থেকে Rs.60,000 টাকা করে বেতন দেওয়া হবে।

6. লাইব্রেরি অ্যান্ড ইনফর্মেশন অ্যাসোসিয়েট- ইন্টার্ন্স (Library and Information Associate- Interns)

শূন্যপদ- 2 টি শূন্যপদ রয়েছে এখানে।

যোগ্যতা- Library and Information Science বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির সাথে UGC NET পাশ করা থাকতে হবে। সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স- 30 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা এখানে আবেদন করতে পারবেন।

বেতন- অভিজ্ঞতার উপর নির্ভর করে এখানে প্রার্থীদের 25,000 টাকা করে বেতন দেওয়া হবে।

এছাড়াও Library Assistant, Technical Assistant, Network Engineer এবং Application Support Engineer পদে নিয়োগ করা হবে এখানে। পদগুলির শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা জানতে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

আবেদন পদ্ধতি

BECIL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের আবেদন করতে হবে। নিজের সমস্ত নথির ছবি এবং একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদনকারীদের সুবিধা হওয়ার জন্য প্রতিদিনের মতো আজকেও আবেদন করার Direct Link নিচে দেওয়া হয়েছে। ওখানে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সূচী

আগামী 28.03.2023 তারিখের মধ্যে এখানে আবেদন করে ফেলতে হবে প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি

আবেদন করার পর প্রার্থীদের রেজিস্টার করা ইমেল অ্যাড্রেসে নিয়োগ পদ্ধতি সম্পর্কে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

✅ আবেদন করুন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

🔥 এগুলিও চাকরির আপডেট 👇👇

ALSO READ :   ইন্টারনেট থাকলে বাড়িতে বসে আয় করুন প্রচুর টাকা, এক্ষুনি শুরু করুন -Online Business Idea

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top