সুখবর! অবশেষে DA বৃদ্ধি হলো, মন্ত্রী সভার বৈঠক নিয়েই যত হৈচৈ -Govt Employees News

মাস দুয়েক আগেই  মধ্যে চলে গিয়েছে  ২০২৩ -২৪ অর্থ বর্ষের বাজেট । কিন্তু এখনও কোনও খবর নেই ।  এরই মধ্যে সরকারি কর্মীদের একেবারে সোনায় সোহাগা । আর হবে নাই বা কেন । কারণ পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এক ধাক্কায় ৪ শতাংশ ডি এ বাড়ছে সরকারি কর্মীদের । সরকারি কর্মী মহলে গুঞ্জন টা শুরু হয়েছিল গত বছরের শেষের দিকে । গত বছর সেপ্টেম্বর মাসে সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৪ শতাংশ ডি এ বৃদ্ধি করে সরকার। তার জেরে গত বছরই অক্টোবর মাসে সরকারি কর্মীদের বর্ধিত ডি এ -এর পরিমাণ দাঁড়ায় ৩৮ শতাংশে । এর পরেও অষ্টম বেতন কমিশন লাঘু করার বিষয়ে আর্জি জানিয়ে সরকারের কাছে দরবার করে করে সরকারি কর্মীরা । এরই মধ্যে বছর শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডি এ  এক লাফে চার শতাংশ বৃদ্ধি হতে পারে বলে গুঞ্জন তৈরি হয় গোটা সরকারি মহলে। শেষ পর্যন্ত মন্ত্রী সভার বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার দিকেই নজর ছিল উৎসুক সরকারি কর্মীদের ।  Govt employees DA Update 

আসলে সেই ২০১৪ সাল । কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় এসে সরকারি কর্মীদের জন্য নয়া বেতন কমিশন গঠন করে । গঠিত হয় সপ্তম বেতন কমিশন ।  তবে সেই শেষ সেই বেশ । তার পর নয় নয় করে কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর । আপাতত পুরাতন বেতন কমিশনের নিয়মেই প্রতি বছর জানুয়ারি এবং জুন মাসে দুবার দু কিস্তিতে বেতন বৃদ্ধি হয় কেন্দ্রীয় সরকারি কর্মীদের । তবে কেন্দ্র সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ডিএ বাড়ানোর পরিবর্তে শুধুমাত্র কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি নিয়ে সরকারি কর্মীদের ক্ষোভের অন্ত নেই । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের যুক্তি, সরকারি এই সিদ্ধান্তের ফলে সাধারণ কর্মীদের বদলে সরকারি আমলারা লাভবান হয়েছেন ।  

ALSO READ :   রাজ্যের গ্রামীণ ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৮৫৯৪ টি

তবে আগামী বছরে লোকসভা নির্বাচন কে সামনে রেখে সরকারি কর্মীদের বিষয়ে বেশ দ্বরাজ হস্ত কেন্দ্র সরকার ।  ফলে চলতি বছর কেন্দ্রীয় সরকারি কর্মীদের যে একেবারে সোনায় সোহাগা তা বলাই বাহুল্য । আর হবে নাই বা কেন ? নতুন বছর অর্থাৎ ২০২৩-এ তিন তিনটি সুখবর রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য  । যেমন , প্রথমত  ডিএ (DA) অর্থাৎ মহার্ঘ ভাতা যেমন বাড়ছে , দ্বিতীয়ত বাড়ছে ফিটমেন্ট ফ্যাক্টর (FITMENT FACTOR) অর্থাৎ এআইসিপিআই (AICPI) সুচক ,  তৃতীয়ত বিগত ১৮ মাসের বকেয়া টাকা এই বছরেই  নিজেদের অ্যাকাউন্টে সরাসরি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।

এবার বুঝি কেন্দ্রীয় সরকারি কর্মীদের দরবার আর ধৈর্যের অবসান ঘটাল কেন্দ্র সরকার । কারণ বছর শুরুতে  অথবা ১লা ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের পরেই যে কেন্দ্র সরকারি কর্মীদের ভাঁড়ার পূর্ণ করতে চলেছে কেন্দ্র সরকার তা নিয়ে জোর জল্পনা তৈরি হয় সরকারি কর্মী মহলে ।  সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরই এপ্রিল মাস থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনও বাড়ছে কয়েকগুন । সরকারি সুত্রে খবর এমনটাই । সঙ্গে এক ধাক্কায় ৪ শতাংশ DA  বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের । এমনকি সপ্তম বেতন কমিশনের আওতায় এই বর্ধিত ডি এ -র সুবিধা চলতি বছর জানুয়ারি মাস থেকে পুরো মাত্রায় পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ।   

ALSO READ :   রাজ্য স্বাস্থ্য দপ্তরে মহিলা কর্মী নিয়োগ, কিভাবে করবেন আবেদন দেখে নিন!

কর্মীদের বিষয়ে কেন্দ্র সরকার যে সদা সতর্ক তার প্রমান মেলে সাম্প্রতিক কেন্দ্রীয় মন্ত্রী সভার  জরুরি আলোচনায় । পাশাপাশি সরকারি সিদ্ধান্তে ।  

তবে বিগত বছর সেপ্টেম্বর মাসেই লাঘু হয়েছে সপ্তম পে কমিশন।  ষষ্ঠ পে কমিশন অনুযায়ী কেন্দ্রীয়  সরকারি কর্মীরা পেতেন ৩৪ শতাংশ ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা। সপ্তম পে কমিশন লাঘু হওয়ায় তাদের ডি এ অর্থাৎ মহার্ঘ ভাতার পরিমাণ এক ধাক্কায় ৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। বর্তমানে কেন্দ্র সরকারের ৬৮ লক্ষ কর্মী এবং ৫২ লক্ষ পেনশন ভোগীরা এই বর্ধিত ডিএ -র সুবিধা পাচ্ছেন । কেন্দ্র সরকারি কর্মীরা অবশ্য বছরে দুবার বর্ধিত ডিএ -এর সুবিধা পেয়ে থাকেন। 

এ বিষয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের দাবি,  ইতিমধ্যেই  এআইসিপিআই (AICPI)-এর সূচক ১৩১ পয়েন্ট পার করেছে ৷ জুনের নিরিখে তুলনা করলে তা  ২.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে । এ বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারি সংগঠনের  দাবি, বর্তমানে তাদের ন্যূনতম মজুরি সীমা ১৮ হাজার টাকা রাখা হয়েছে। এতে ইনক্রিমেন্ট ফিটমেন্ট ফ্যাক্টরকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বর্তমানে, এই ফ্যাক্টরটি ২.৫৭ গুণ, যদিও সপ্তম বেতন কমিশনে এটি ৩.৬৮ গুণ পর্যন্ত রাখার সুপারিশ করা হয়েছে। এমনটা হলে কর্মীদের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা থেকে বেড়ে ২৬ হাজার টাকা হবে। 

ALSO READ :   মাধ্যমিক পাশে জেলা আবাসনে কর্মী নিয়োগ, ১৪ জুন পর্যন্ত চলবে আবেদন

ফলে আগামী মাস থেকেই যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যে মহা আনন্দের খবর অপেক্ষা করছে তা বলাই বাহুল্য । 

written by – Somnath Pal . 

আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন 

আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে 

TAG – DA# GOVT #EMPLOYER#DEARNESS ALLOWENCE #INCREASE  #FITMENT FACTOR  #AICPI

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top