কলকাতা – হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোদের জন্য তাঁর হৃদয় কাঁদছে । মাত্র এক দিন আগের কথা । আলিপুর কোর্টের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে চাকরি হারাদের জন্য এমনই আক্ষেপের সুর শোনা গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর গলায় । ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য নিয়ে জনস্বার্থ মামলা গড়িয়েছে হাইকোর্টের দরজায় । কিন্তু তিনি ওসবে তাঁর ভ্রুক্ষেপ নেই । তাঁর লক্ষ্য যেন তেন প্রকারেণ কর্মসংস্থান । কিভাবে রাজ্যের লাগামহীন বেকারত্বে লাগাম পরানো যায় মুখ্যমন্ত্রীর (CM) টার্গেট সে দিকেই । তা সে সরকারি হোক কিংবা বেসরকারি, রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের কর্ম (EMPLOYMENT) সংস্থানের দিশা দেখানোই তাঁর লক্ষ্য । শাসক দলের নেতাদের গলায় দলনেত্রির প্রশংসায় তা বলতে শোনা গিয়েছে বারংবার ।
এবার একধাপ এগিয়ে রাজ্যের বর্তমান কর্মসংস্থানের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে এ রাজ্যের মাটিতে প্রায় ৪১ লক্ষ নতুন চাকরি হবে বলে সাফ জানালেন মমতা । বুধবার রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে মন্ত্রী – আমলা থেকে শুরু করে বিশিষ্ট কয়েকজন শিল্প পতিদের সঙ্গে বৈঠকের মাঝেই এদিন এই নতুন কর্মসংস্থানের লক্ষ্য মাত্রার কথা জানান মুখ্যমন্ত্রী । এ বিষয়ে তিনি রাজ্যের কর্মসংস্থানের পরিসংখ্যানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্যের অগ্রগতির কথা তুলে ধরেন । এমনকি এই দুই শিল্পের হাত ধরেই যে আগামীতে রাজ্যে ৪১ লক্ষ বেকারের চাকরি হতে চলেছে সে কথাও এদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করেন তৃণমূল নেত্রী ।
এদিন ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন (INDUSTRIAL PROMOTION BOARD) বোর্ডের বৈঠকে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প অর্থাৎ (MSME) সেক্টরে বিনিয়োগের পরিমাণ ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা । পাশাপাশি এই শিল্পে ইতিমধ্যেই রাজ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেন তিনি । এ ছাড়াও আগামী দিনে এই ক্ষুদ্র – মাঝারি শিল্পের হাত ধরে রাজ্যে ৪১ লক্ষ বেকারের চাকরি হবে বলে সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।
রাজ্য শিশু সুরক্ষায় জেলা ভিত্তিক কর্মী নিচ্ছে রাজ্য সরকার, এক্ষুনি আবেদন করুন -WB Govt Job
এ বিষয়ে কেন্দ্র সরকারের তথ্য সুত্র তুলে ধরে রাজ্যের স্বনামধন্য বানতলা চর্মশিল্প নগরী এবং খোদ কলকাতা মহানগরীর বুকে ওয়ার্ল্ড ট্রেড (WORLD TRADE CENTRE)সেন্টারের প্রসঙ্গও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায় । গোটা বিশ্ব ব্যাপি ব্যবসায়িক ওই সংগঠনেও আগামী দিনে ৩০ হাজার ছেলে- মেয়ের চাকরি হবে বলে জানান তিনি । এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর গলায় উঠে আসে রাজ্যের মাটিতে অবস্থিত একাধিক শিল্প যেমন , মেট্রো কোচ নির্মাণ শিল্প, ওয়াগন শিল্প, খড়্গপুরে টাটা-হিটাচির যৌথ শিল্প প্রভৃতি । পাশাপাশি চলতি বছরের বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনের দিনক্ষণও তুলে ধরেন তিনি । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এ রাজ্যের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বানিজ্য বঙ্গ সম্মেলন । এবিষয়ে এদিন দলীয় মন্ত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু কর্মসূচীর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #EMPLOYMENT #JOB #MSME #INDUSTRY #WB #CM #MAMTA BANERJEE #WORLD TRADE