
1/8: রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে আবারও রাজ্যে নিয়োগ সংক্রান্ত একটি অস্বাভাবিক ঘটনা সামনে এল, যা নিয়ে শুরু হয়েছে হইচই। পরীক্ষা না দিয়েই কেন্দ্রীয় সরকারি চাকরির মেধা তালিকায় জায়গা করে নিলেন এক রহস্যময়ী।
2/8: কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান পোস্টের অধীনে গ্রামীন ডাক সেবক বা সংক্ষেপে GDS পদে কর্মী নিয়োগের জন্য বাছাই করা প্রার্থীদের মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এই বছর প্রায় ৪০ হাজার নিয়োগের কথা জানিয়ে ফেব্রুয়ারি মাসে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার।
3/8: এর মধ্যে রাজ্যের শূন্যপদের সংখ্যা আছে ২ হাজারের আশেপাশে। এই GDS পদে আবেদনের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না। প্রার্থীদের দশম শ্রেণীতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হয়। প্রকাশিত এই মেধা তালিকা থেকেই সমস্ত বিপত্তির সূত্রপাত।
4/8: ডাক বিভাগের মেধা তালিকা প্রকাশ হতেই দেখা যায়, তালিকায় ‘হট গার্ল’ বলে একজন রয়েছেন। তালিকায় লেখা আছে মুর্শিদাবাদের রানিনগর এলাকার বাসিন্দা এই ‘হট গার্ল’। তিনি নাকি মাধ্যমিক পরীক্ষায় ১০০ শতাংশ নম্বরও পেয়েছেন।
5/8: পোস্ট অফিসের এই মেধা তালিকায় নাম থাকা মানেই চাকরি এক প্রকার বাঁধা। কারণ লিস্ট বেরোবার পরে কেবল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয় প্রার্থীদের। নথি ঠিক থাকলেই সত্বর জয়েনিং মেলে।
6/8: এই বছরের প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে অনেক প্রার্থীই মাধ্যমিকে ১০০ শতাংশ নম্বর পেয়েছেন। এমনই এক প্রার্থী হলেন মুর্শিদাবাদের ‘হট গার্ল’। ডাক বিভাগের তরফ থেকে চলতি সপ্তাহেই মুর্শিদাবাদ সার্কেলে তথ্য যাচাইয়ের জন্য প্রার্থীদের ডাক পাঠানো হয়েছে। এবার চাকরি হাতে পেয়ে তা গ্রহণ করতে রহস্যময়ী ‘হট গার্ল’ নির্দিষ্ট দিনে পোস্ট অফিসে পৌঁছন কী না এখন সেটাই দেখার।
7/8: যদিও পোস্ট অফিস সূত্রে খবর, অনেক প্রার্থীই ভুল তথ্য দিয়ে আবেদন করেন। এর ফলে মেধা তালিকায় নাম চলে এলেও ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় প্রার্থীদের সমস্ত তথ্য নথি ভালো মতো যাচাই করেই চাকরি দেওয়া হয় পোস্ট অফিসের তরফে। তাই আবেদন ভুয়ো হলেও ফাইনাল নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ্বতা বজায় থাকে।
8/8: এই নামটি GDS 2023 এর পশ্চিমবঙ্গের মেরিট লিস্টের 1539 নম্বরে রয়েছে। নিচের লিংকে ক্লিক করে PDF টি ডাউনলোড করলেই আপনি দেখতে পাবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।