
সব প্রচেষ্টা কি তবে জলে গেল? ২০২২ সালের টেট পরীক্ষা কি তবে বাতিল হতে চলেছে? হঠাৎ করে এমন প্রশ্ন কেন উঠছে? আগের বছরের ১১ ডিসেম্বর টেট পরীক্ষা হয়েছিল। গত ১০ ফেব্রুয়ারি সেই পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রাথমিক শিক্ষা পর্ষদ যেমন দাবি করেছিল তেমনই বিভিন্ন মহল থেকে মনে করা হয়েছিল এবারের টেট পরীক্ষা সম্পূর্ণ বিতর্কমুক্ত হতে চলেছে।
ফল প্রকাশ হয়ে যাওয়ার পর সেই সম্ভাবনা আরও জোরালো হয়। টেটে পাশ করা চাকরিপ্রার্থীরাও মনে মনে বেশ খুশি হয়েছিলেন। ভেবেছিলেন যাক, গত দু-তিনটি টেট পরীক্ষা ঘিরে যে বিতর্কে উঠেছিল তা এবার আর হবে না। কিন্তু বিধি বাম। প্রাথমিকের টেট পরীক্ষা মানেই বিতর্ক যেন সঙ্গী হয়ে গিয়েছে।
বর্তমানে প্রাথমিকে টেট পরীক্ষা ঘিরে যে বিতর্ক দেখা দিয়েছে তাতে ২০২২ টেটের ভবিষ্যৎ নিয়েই প্রশ্নচিহ্ন উঠে যেতে পারে বলে মনে করছেন অনেকে। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশের পরই তা চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বেশ কিছু পরীক্ষার্থী। তাঁরা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে কলকাতা হাইকোর্টে টেট পরীক্ষা নিয়ে মামলা দায়ের করেছেন।
২০২২ এর টেট পরীক্ষার ভবিষ্যৎ কেন সংশয়ের মুখে?
২০২২ সালের টেট পরীক্ষা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাকে বিতর্কমুক্ত রাখতে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক বন্দোবস্ত করা হয়। এই প্রথম টেট পরীক্ষাকেন্দ্রে বায়োমেট্রিক অ্যাটেনডেন্সের ব্যবস্থা করা হয়েছিল। সেই সঙ্গে গোটা রাজ্য প্রশাসনকে আসরে নামিয়ে কার্যত নিশ্চিদ্র করে তোলা হয়েছিল টেট পরীক্ষাকে।
ফল প্রকাশের আগেও ‘প্রাইমারি আনসার কি’, ‘মডেল আনসার কি’ প্রকাশের মাধ্যমে ফলাফলকেও বিতর্কমুক্ত করার উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু টেট পরীক্ষার্থী শুক্লা ভট্টাচার্য সহ আরও কয়েকজন টেট পরীক্ষার ফলাফলকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
মামলাকারীদের বক্তব্য, এবারের টেট পরীক্ষায় ৭ টি প্রশ্ন ভুল ছিল। চূড়ান্ত ‘মডেল আনসার কি’ বের হতেই তাঁরা সেই বিষয়টি দেখেন। তাই এই প্রশ্নগুলোর নম্বর বা গোটা পরীক্ষা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে তাঁরা আদালতে গিয়েছেন। সূত্রের খবর আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে।
এই মামলার উপর ২০২২ টেট পরীক্ষার ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে বলে বিশেষজ্ঞদের অভিমত। তবে কেউ কেউ বলছেন, প্রশ্ন ভুল থাকলে পর্ষদ তার নম্বর দিয়ে দেবে। তাই অযথা চিন্তা করার কিছু নেই।
রাজ্য ও কেন্দ্র সরকারের নতুন চাকরির আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
এগুলিও পড়ুন 👇👇
🔥 আমুলের সাথে ব্যবসা, কোম্পানি দেবে ৫-১০ লক্ষ টাকা
🔥 চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টে গ্রুপ-ডি কর্মীরা
🔥 জেলা সমাজ কল্যাণ বিভাগে গ্রুপ-সি ক্লার্ক নিয়োগ