
চলতি ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় চার লক্ষ পরীক্ষার্থী উধাও। প্রায় প্রতিবছর এই পশ্চিমবঙ্গে ৯ থেকে ১০ লক্ষ ছেলেমেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে। এই বছর অর্থাৎ ২০২৩ সালে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮ জন।
এই মোট সংখ্যার মধ্যে ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন রয়েছে ছাত্র এবং তিন লক্ষ ৫৬ হাজার ২১ জন রয়েছে ছাত্রী। গতবছর অর্থাৎ ২০২২ সালে পশ্চিমবঙ্গে মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন। এই হিসেবে এ বছরে সরাসরি চার লক্ষ মত ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। এক বছরের মধ্যে হঠাৎ করে এই বিপুলসংখ্যক মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে কারণ কি? আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব।
আপনাকে আবারো জানিয়ে দিই, প্রতিবছর এই রাজ্যে নয় থেকে দশ লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকে। কিন্তু ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হঠাৎ করে কমে গিয়েছে। অনেকেই এই মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়ার পেছনে করোনা অর্থাৎ কোভিড পরিস্থিতিকেই দায়ী করছে।
চলতি ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ থেকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, যা চলবে আগামী মার্চ মাসের ৪ তারিখ পর্যন্ত।
২০২৩ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার সম্ভাব্য কিছু কারণ
(1) মাধ্যমিক ২০২৩-এ পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার পিছনে বিশেষজ্ঞ মহল করোনা (COVID) পরিস্থিতিকে প্রথম পর্যায়ে রেখেছেন।
(2) করোনা ভাইরাসের কারণে মাধ্যমিকের আগে অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ছেড়ে দিয়েছে।
(3) ২০২০ সাল থেকে করোনা ভাইরাস এর কারণে বিনা পরীক্ষায় মাধ্যমিকে সকলেই পাস করেছে। যে কারণে এই বছর রিপিট পরীক্ষার্থীর সংখ্যা অনেক কম বা নেই বললেই চলে।
(4) সেই সঙ্গে মাধ্যমিকে বিভিন্ন প্রতিটি বিষয়ে প্রজেক্ট ওয়ার্ক থাকার কারণে মাধ্যমিকে পাসের হার আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
আরো পড়ুন: এই বদ অভ্যাসের কারনে মাধ্যমিকের রেজাল্ট আটকে দেবে পর্ষদ
এবারের মাধ্যমিক পরীক্ষায় টেট পরীক্ষার মতোই নিরাপত্তার বলয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষা শুরুর পরে এটি স্পষ্ট হবে। পশ্চিমবঙ্গ রাজ্যের মোট ২৮৬৭ টি পরীক্ষার কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারি জানানোর জন্য মোট ৪০ হাজার জন পরীক্ষক নিযুক্ত থাকবেন।
সেই সাথে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিকিউরিটির দায়িত্বে অনেক সংখ্যক পুলিশ কর্মীও মোতায়েন করা হবে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার সব থেকে নজর কাড়া বিষয় হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন অ্যাপ (Real Time App) চালু করা। এই অ্যাপের মাধ্যমে মূলত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের আপডেট পর্ষদের কাছে পৌঁছবে।
আরো পড়ুন: রিয়েল টাইম অ্যাপে চলবে মাধ্যমিক পরীক্ষার নজরদারি
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
🔥 এগুলোও পড়ুন-