
Agricultural Scientists Recruitment Board (ASRB) এর তরফে একটি নোটিফিকেশন প্রকাশ করে জানানো হয়েছে NET-2023, Subject Matter Specialist (SMS) (T-6) এবং Senior Technical Officer (STO) (T-6) পদের জন্য একটি সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। যোগ্যতা, সিলেবাস ইত্যাদি জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
1. NATIONAL ELIGIBILITY TEST (NET)
ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) হল একটি পরীক্ষা যা পাশ করলে রাজ্যে কৃষি বিশ্ববিদ্যালয় গুলিতে লেকচারার / অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে যোগদান করা যায়।
শিক্ষাগত যোগ্যতা- যে বিষয়ে নেট পরীক্ষা দিতে চান প্রার্থী, সেই বিষয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে।
বয়সসীমা- পরীক্ষা দিতে গেলে আবেদনকারীর নূন্যতম 21 বছর বয়স হতে হবে। তবে বয়সের কোনো উচ্চসীমা নেই এখানে।
প্রয়াসের সংখ্যা- প্রার্থীরা যতবার ইচ্ছে, পরীক্ষা দিতে পারেন।
পরীক্ষার ধরণ- এখানে Computer Based Examination বা CBT নেওয়া হবে। মোট 150 টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা। একটি ভুল উত্তরের জন্য 1/3 করে নেগেটিভ করা হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ UR- 1000, EWS এবং OBC – 500 এবং SC/ST/PwD/মহিলাদের 250 টাকা দিতে হবে।
2. SUBJECT MATTER SPECIALIST (SMS)
SMS পরীক্ষাটি Krishi Vigyan Kendras (KVK) তে সরাসরি Subject Matter Specialist হিসেবে জয়েন করার জন্য নেওয়া হয়ে থাকে।
মোট শূন্যপদ- এখানে 163 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- প্রার্থীদের নূন্যতম মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে এখানে আবেদন করার জন্য।
বয়সসীমা- 21 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তাঁরাই এখানে আবেদন করতে পারবেন। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় মিলবে।
বেতনক্রম- এখানে 56,100 – 1,77,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় SMS কর্মীদের।
আবেদন পদ্ধতি এবং আবেদন মূল্য- অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন মূল্য বাবদ UR, OBC, EWS প্রার্থীদের 500 টাকা দিতে হবে। SC, ST দের জন্য কোনো আবেদন মূল্য রাখা হয়নি।
পরীক্ষার ধরণ- এখানে Computer Based Examination বা CBT নেওয়া হবে। মোট 150 টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা। একটি ভুল উত্তরের জন্য 1/3 করে নেগেটিভ করা হবে। সাথে 30 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে।
3. SENIOR TECHNICAL OFFICER (STO)
STO পরীক্ষাটি ICAR হেড কোয়ার্টার এবং এর Research Institutes গুলিতে STO পদে কর্মী নিয়োগের জন্য নেওয়া হয়ে থাকে।
মোট শূন্যপদ- এখানে 32 টি শূন্যপদ রয়েছে।
যোগ্যতা- প্রার্থীদের নূন্যতম মাস্টার্স ডিগ্রি পাশ করে থাকতে হবে এখানে আবেদন করার জন্য।
বয়সসীমা- 21 বছর থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তাঁরাই এখানে আবেদন করতে পারবেন। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়মে বয়সের ছাড় মিলবে।
বেতনক্রম- এখানে 56,100 – 1,77,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয় SMS কর্মীদের।
আবেদন পদ্ধতি এবং আবেদন মূল্য- অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন মূল্য বাবদ UR, OBC, EWS প্রার্থীদের 500 টাকা দিতে হবে। SC, ST দের জন্য কোনো আবেদন মূল্য রাখা হয়নি।
পরীক্ষার ধরণ- এখানে Computer Based Examination বা CBT নেওয়া হবে। মোট 150 টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা হবে। সময় থাকবে 2 ঘন্টা। একটি ভুল উত্তরের জন্য 1/3 করে নেগেটিভ করা হবে। সাথে 30 নম্বরের একটি ইন্টারভিউ নেওয়া হবে।
গুরুত্বপূর্ণ সময়সূচী
1. এখানে আবেদনের শেষ দিন 10.04.2023 তারিখের বিকেল 4 টে অবধি। তার আগেই প্রার্থীদের আবেদন সম্পন্ন করে নিতে হবে।
2. অ্যাডমিট কার্ড দেওয়া হবে এপ্রিল মাসেই।
3. CBT নেওয়া হবে 26 থেকে 30 এপ্রিল, 2023 এর মধ্যে।
উপরের তিনটি পরীক্ষার জন্যই সিলেবাস এক রাখা হয়েছে। সিলেবাসের বিষয়ে জানতে AGRB এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন। নিচের লিংকে ক্লিক করে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন।
বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হোন।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)
✅ অফিসিয়াল নোটিশ: Download
✅ Online Application: Apply Now
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
🔥 আরো চাকরির আপডেট 👇👇