অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন





অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অসম রাইফেলসে ট্রেডসম্যান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No-
পদের নাম- Technical and Tradesmen
মোট শূন্যপদ- ৬১৬ টি। (পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১২ টি)
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Clerk, Religious Teacher, Electrician, Plumber, Female Safai, Cook

চাকরির খবরঃ BECIL -এর মাধ্যমে রাজ্যে কর্মী নিয়োগ

join Telegram

শিক্ষাগত যোগ্যতা- অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আলাদা আলাদা পদের ক্ষেত্রে থেকে মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স- উপরে উল্লেখিত পদগুলির ক্ষেত্রে আলাদা আলাদা (১৮-২৭) বয়স অনুযায়ী আবেদন করতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৯ মার্চ, ২০২৩

ALSO READ :   NCERT-সংস্থায় 30 ধরনের ভিন্ন পদে চাকরির সুযোগ, যোগ্যতা অনুযায়ী চাকরির সুযোগ -Govf Job

FB Join

Official Notification: Download Now
Apply Now: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top