🔹 Bankura District Jobs Vacancy 2022 : বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লক অফিসে মিড ডে মিল প্রকল্পে শূন্যপদে নিয়োগের জন্য ইতিমধ্যেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।
বাঁকুড়া জেলার চাকরি খবর ২০২২
পদের নাম (Post Name)
🔹 অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant)
শূন্যপদ (Vacancy)
🔹 অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant) – ০১ টি
বেতন কাঠামো (Pay Scale)
🔹অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (Assistant Accountant) – প্রতি মাসে 11,000 টাকা
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
🔹 রিটায়ার্ড সরকারি স্টাফ হতে হবে। সঙ্গে সরকারি অফিসে হিসাবরক্ষক কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)
🔹 সর্বনিম্ন বয়সঃ 18 বছর
🔹 সর্বোচ্চ বয়সঃ 63 বছর
আবেদনের মাধ্যম (How To Apply)
🔹 সরাসরি ইন্টারভিউ হবে ।
🔹 ইন্টারভিউয়ের ঠিকানাঃ
Gangajalghati Block Development Office
আবেদন ফি (Application Fee’s)
🔹 জেনারেল প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
🔹ST/SC/OBC প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
নির্বাচন পদ্ধতি (Selection Process)
🔹 পার্সোনালিটি টেস্ট ও ভাইভার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
🔹 ইন্টারভিউয়ের তারিখঃ 24/06/2022
🔹 ইন্টারভিউয়ের সময়ঃ 11 AM
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদনপত্র ডাউনলোড | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল |
👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।