পিএইচডি পাশ লেকচারারের বেতন দৈনিক ৩০০ টাকা! তীব্র সমালোচনার মুখে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়





বাঁকুড়া বিশ্ববিদ্যালয়

তীব্র নিন্দার মুখে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। গত ২৪শে মার্চ এই বিশ্ববিদ্যালয়ের তরফে অস্থায়ী স্পেশাল লেকচারার নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরেই শুরু হয় সমালোচনা। এর আগে বাঁকুড়া পুলিশের তরফে সিভিক ভলান্টিয়ারদের প্রাথমিক স্কুলে পড়ানোর সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আর এবার লেকচারার নিয়োগের নোটিশে নিন্দার সম্মুখীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অস্থায়ী স্পেশাল লেকচারার নিয়োগ করা হবে। লেকচারারদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে মাস্টার্স ডিগ্রি। সাথে নেট কোয়ালিফায়েড অথবা পিএইচডি যোগ্যতা সম্পন্ন। জানানো হয়, সংশ্লিষ্ট পদে নিয়োগ করা লেকচারাররা সপ্তাহে সর্বাধিক চারটি ক্লাস করতে পারবেন। আর প্রতিটি ক্লাসের জন্য স্পেশাল লেকচারারদের দেওয়া হবে ‘তিনশো’ টাকা! সবমিলিয়ে স্পেশাল লেকচারাররা মাসে ১৬টি ক্লাস করতে পারবেন। সেই অনুযায়ী মাসে তারা পাবেন ৪৮০০/- টাকা। এই ঘোষণার পরেই তীব্র নিন্দার ঝড় ওঠে বিভিন্ন মহলে।

আরও পড়ুনঃ এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর দেখে নিন

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়

প্রশ্ন উঠছে, একজন শ্রমিকের দৈনিক মজুরি যেখানে চারশো টাকা সেখানে একজন লেকচারের সাম্মানিক কিভাবে ৩০০/- টাকা নির্ধারণ করা হলো! এহেন বিতর্কের বাতাবরণে কার্যত মুখে কুলুপ এঁটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া গোটা বিষয়টিকে আভ্যন্তরীণ ঘটনা বলে এড়িয়ে যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।

ALSO READ :   মে মাসের সমস্ত চাকরির খবর, মাধ্যমিক পাশে আবেদন করুন








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top