কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ : কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার বছরে প্রায় অনেক পরীক্ষার আয়োজন করে থাকে। রেলওয়ে, ব্যাঙ্কিং, পুলিশ, সেনাবাহিনী, ইত্যাদি এই সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলাতে প্রদান করছি। বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন এবং উত্তর নিবন্ধে দেওয়া হয়েছে, যা প্রায়শই আপডেট হয়।
বাংলাতে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স – বাংলাতে জিকে – সাধারণ জ্ঞান
সম্প্রতি কোন রাজ্য সরকার “এক দেশ এক রেশন কার্ড” প্রকল্প বাস্তবায়ন করেছে?
উত্তর – ছত্তিশগড় রাজ্য
কোন রাজ্য সরকার সম্প্রতি -NEET-এর বিরুদ্ধে বিল পাশ করেছে?
উত্তর- তামিলনাড়ু
সম্প্রতি ভারত কোনটি বয়কট ঘোষণা করেছে?
উত্তর- ভারত বেইজিং শীতকালীন অলিম্পিক কূটনৈতিক বয়কট ঘোষণা করেছে।
সম্প্রতি INS বিক্রান্তে কে পরীক্ষা করা হয়েছিল?
উত্তর- রাফালে যুদ্ধ বিমানের সামুদ্রিক সংস্করণ।
সম্প্রতি মেঘালয়ের মুখ্যমন্ত্রী মিঃ কনরাড সাংমা কোনটি উদ্বোধন করেছিলেন?
উত্তর- শিলং প্রযুক্তি পার্কের
সম্প্রতি ২০২২ সালের ফেব্রুয়ারিতে, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (EXIM) এবং কোন দেশের সরকার ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর- শ্রীলঙ্কা
বাংলাদেশ-ভারত সীমান্তে তৃতীয় বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছিল?
উত্তর- ত্রিপুরা
সম্প্রতি মুম্বাইয়ে মারা যাওয়া রমেশ দেব কে ছিলেন?
উত্তর-অভিনেতা
সম্প্রতি কাকে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের দায়িত্ব দেওয়া হয়েছে?
উত্তর – সোনালী সিং
সম্প্রতি কোন ব্যাঙ্কের লাইসেন্স RBI বাতিল করেছে?
উত্তর – মহারাষ্ট্র ভিত্তিক স্বাধীনতা সমবায় ব্যাঙ্ক।
Insolvency and Bankruptcy Board of India (IBBI)-চেয়ারপারসন হিসাবে নিযুক্ত হলেন – রবি মিত্তাল
মহাকালী নদীর উপর ব্রিজ তৈরির জন্য নেপালের সাথে MoU স্বাক্ষর করলাে – ভারত।
২০২১ সালে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনারের তকমা পেল আমেরিকা; দ্বিতীয় স্থানে আছে চীন।
NHRC’s Short Film Award জিতল – তেলেগু সিনেমা Street Student
Golden Boy Neeraj Chopra’শিরোনাম এ জীবন গ্ৰন্থ লিখেছেন – সিং গিল
Bata India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন – বলিউড অভিনেত্রী দিশা পাটানি
National Council of Educational Research and Training (NCERT)-এর নতুন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন – দীনেশ প্রসাদ সাকলানি
সম্প্রতি IndiGo-র ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন – রাহুল ভাটিয়া
26th controller General of Accounts(CGA) হিসাবে নিযুক্ত হলেন – সােনালী সিং
মুম্বাই-আহমেদাবাদ রুটে ভারতের বুলেট ট্রেনের জন্য প্রথম স্টেশন তৈরি করা হবে – সুরাটে
বিঃ দ্রঃ: ইন্টারনেট থেকে সংগৃহীত।