Bengali Quiz Questions With Answer 2022 : সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো ভাবে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আজকের এই প্রতিবেদনটিতে তোমাদের জন্য শেয়ার করছি বাছাই করা ৫০+ বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর। প্রতিটি প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তাহলে দেরি না করে শুরু করি বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর…
১। সিজিএস পদ্ধতিতে বলের একক এর নাম কি?
উত্তর:- ডাইন
২। পরমাণুবাদ তত্ত্বের জনক কে ছিলেন ?
উত্তর:- ডালটন
৩। গ্যাসের চাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তর:-ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে
৪। তিনটি মৌলিক বর্ণ কোনগুলি ?
উত্তর:-লাল ,সবুজ এবং নীল সূত্র সুনীল
৫। ডায়নামো আবিষ্কার করেন করেন কে ?
উত্তর:- মাইকেল ফ্যারাডে ১৮৩১ সালে
৬। ভূমিকম্প নির্ধারণ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে ?
উত্তর – সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে
তীব্রতা মাপা হয় রিখটার স্কেল
৭। ভর কোন ধরনের রাশি ?
উত্তর- স্কেলার রাশি কিন্তু ওজন বা ভার ভেক্টর রাশি
৮। আলোক রস্মি বাএক্স রশ্মী তরঙ্গ দৈর্ঘ্য মাপার এককের নাম কি ?
উত্তর:- আমস্ট্রং
৯। পরমশূন্য উষ্ণতার মান কত ?
উত্তর:- – 273 ডিগ্রী C
১০। মানুষের হাত, চিমটা, মাল তোলার ক্রেন এগুলো কোন শ্রেণীর লিভার ?
উত্তর – তৃতীয় শ্রেণীর লিভার
১১। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাল্বের মধ্যে আর কোন গ্যাসটি থাকে?
উত্তর:- নাইট্রোজেন গ্যাস
১২। চা ও কফি তে কোন উপাদানটি দেখতে পাই ?
উত্তর:-ক্যাফেইন
১৩। ডিনামাইট এর আবিষ্কর্তা কে ছিলেন ?
উত্তর:- আলফ্রেড নোবেল
▪️ইলেকট্রন – জে.জে থমসন
▪️ হাইড্রোজেন – ক্যাভেন্ডিস
▪️প্রোটন – রাদারফোর্ড
▪️তেজস্ক্রিয়তা – বেকারেল
১৪। হোয়াইট গোল্ড নামে পরিচিত কোন ধাতুটি ? উত্তর:- প্লাটিনাম
১৫। সবচেয়ে হালকা ধাতুর নাম কি উত্তর ?
উত্তর:-লিথিয়াম
১৬। মার্স গ্যাস নামে পরিচিত কোন গ্যাসটি ?
উত্তর:-মিথেন
১৭। “DDT”-এর পুরো নাম কি ?
উত্তর:-ডাইক্লোরো ডাই ফিনাইল টাই ক্লোরো ইথেন (এটি একটি কীটনাশক ঔষধ)
১৮। গ্যালভানাইজেশন পদ্ধতিতে কিসের উপর জিংকের প্রলেপ দেওয়া হয় ?
উত্তর:-আয়রন এর উপর
১৯। গুটি বসন্তের টিকা কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?
উত্তর:-এডওয়ার্ড জেনার
২০। মিউটেশন তত্ত্বের প্রবক্তা ?
উত্তর:-হুগো দে ভ্রিজ
▪️পেনিসিলিন এর আবিষ্কর্তা – আলেকজান্ডার ফ্লেমিং
▪️জেনেটিক কোডের আবিষ্কর্তা – ডাক্তার হরগোবিন্দ খোরানা
২১। রাস্তাঘাটে ফ্লাডলাইটে কোন গ্যাসটি পূর্ণ থাকে?
উত্তর:-সোডিয়াম গ্যাস
২২। সাধারণ উষ্ণতায় তরল ধাতুর নাম কি?
উত্তর:-পারদ এবং অধাতু ব্রোমিন
২৩। সবচেয়ে বড় এককোষী সামুদ্রিক শৈবাল হল? উত্তর – এসিটাবুলারিয়া
২৪। বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি?
উত্তর:- টাংস্টেন (উচ্চ গলনাংক ও হওয়ার জন্য)
২৫। ভিটামিন বি 5 এর রাসায়নিক নাম কি?
উত্তর:-নিয়াসিন,যার অভাবে পেলেগ্রা রোগ হয়
২৬। সরীসৃপ পক্ষী মানুষ সহ সব স্তন্যপায়ী প্রাণীর শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তর:- ফুসফুস
২৭। জাপানে মিনামাটা রোগের জন্য দায়ী রাসায়নিক মৌলটির নাম কি?
উত্তর:-মার্কারি বা পারদ
২৮। পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচকের নাম কি ?
উত্তর:-পেপসিন
২৯। রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটলে যে রোগের প্রাদুর্ভাব ঘটে তা হল –
উত্তর :-অস্টিওম্যালেসিয়া ও রিকেট
৩০। একটি তাম্র গঠিত রঞ্জক পদার্থের নাম কি?
উত্তর:- হিমোসায়ানিন
৩১। ভেনাস হৃদপিন্ড আমরা কোন প্রাণীর দেহে দেখতে পায়?
উত্তর – মাছের দেহে
৩২। রক্ত কণিকার উৎস স্থল কোথায় থেকে ?
উত্তর:- লাল অস্থিমজ্জা থেকে
৩৩। প্রাপ্তবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা কতগুলো?
উত্তর:-২০৬ টি
৩৪। মানবদেহের সবচেয়ে ছোট পেশির নাম কি?
উত্তর:-সিলিয়ারি পেশী
৩৫। মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম কি?
উত্তর:- সারটোরিয়াস
৩৬। মাছের দিক পরিবর্তন করতে সাহায্য করে তার দেহের কোন অংশে ?
উত্তর:- পুচ্ছ পাখনা
৩৭। ভাইরাস শব্দটির অর্থ কি?
উত্তর – বিষ (ল্যাটিন শব্দ থেকে এসেছে)
৩৮। বৃক্কের গঠনগত ও কার্যগত একক এর নাম কি?
উত্তর:-নেফ্রন
৩৯। টাইফয়েড রোগের ব্যাকটেরিয়ার নাম কি ?
উত্তর:- সালমনেলা টাইফি
৪০। আরশোলার রেচন অঙ্গের নাম কি ?
উত্তর:-ম্যালপিজিয়ান নালিকা
৪১। মস্তিষ্কের আবরণীর নাম কি?
উত্তর:-মেনিনজেস
৪২। মস্তিষ্কের সবচাইতে বড় অংশের নাম ?
উত্তর-সেরিব্রাম
৪৩। সংকটকালীন বার জরুরিকালীন হরমোন কাকে বলা হয়?
উত্তর-অ্যাড্রিনালিন
৪৪। একটি নাইট্রোজেন বিহীন হরমোন এর নাম? উত্তর- জিব্বেরেলিন
৪৫। আলোকবর্ষ একক এর মাধ্যমে আমরা কি পরিমাপ করতে পারি?
উত্তর-দূরত্ব পরিমাপ করি
৪৬। কোন অমেরুদন্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের ?
উত্তর-হাইড্রা
৪৭। একটি একক বিহীন ভৌত রাশির নাম কি ?
উত্তর- আপেক্ষিক গুরুত্ব
৪৮। পেন্সিলের লেড বলতে আমরা কি বুঝি ?
উত্তরঃ গ্রাফাইট
৪৯। ভূপাল গ্যাস দুর্ঘটনা কোন গ্যাস নির্গত হয়েছিল?
উত্তর-MIC
৫০। ডিমের পচা গন্ধযুক্ত গ্যাস টির নাম কি ?
উত্তর:-H2S
৫১। তীব্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
উত্তর:-বেল এবং ডেসিবেল
৫২। লেন্সের ক্ষমতার একক কি ?
উত্তর- ডায়াপ্টার
৫৩। শক্তি কোন ধরনের রাশি ?
উত্তর -স্কেলার রাশি
৫৪। “WHO”- নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত?
উত্তর – ৬৫ ডেসিবেল
শেষ কথা : আশা করছি আমার এই বাছাই করা বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর আপনাদের ভালো লেগেছে। আপনারা উৎসাহিত করলে আরও অনেক এইরকম বাংলা কুইজ প্রশ্ন ও উত্তর আপনাদের জন্য নিয়ে আসবো।
তথ্য সূত্র সংগৃহীত। (alert-warning)