Breaking Update: রাজ্য SSC-র ওয়েটিং লিস্টে প্রার্থীর অভাব, ১০ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ দিল আদালত

Shortage of candidates in state SSC waiting list, court orders recruitment within 10 days

1/9: রাজ্যে শিক্ষক নিয়োগে চরম দুর্নীতির কথা এখন ‘ওপেন সিক্রেট’টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের বিভিন্ন হেভিওয়েট নেতামন্ত্রীরা, ইডির কল্যানে এখন এসব রাজ্যবাসীর অজানা নয়। এমতাবস্থায়, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশে গত শনিবার রাজ্যের ৮৪২ জন ভূয়ো গ্রুপ সি শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে SSC।  

2/9: কলকাতা হাইকোর্টের নির্দেশে বর্তমানে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট চাকরি বাতিলের সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩৬২৩ তে। এই বিশাল সংখ্যক শূন্যপদ পূরণের জন্য SSC এর ওয়েটিং লিস্ট থেকে প্রার্থী নেওয়ার নির্দেশও দিয়েছে রাজ্যের শীর্ষ আদালত। তবে, সমস্যা হল, এত বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের জন্য SSC এর ওয়েটিং লিস্টেও যথেষ্ট প্রার্থী নেই

3/9: তাই আবারও ইন্টারভিউ পর্ব থেকে প্রক্রিয়া শুরু করা হবে। কিছু পদের ক্ষেত্রে আবার একেবারেই প্রার্থী না থাকার দরুণ সেই শূন্যপদগুলিতে পরবর্তীতে, নতুন নিয়োগ প্রক্রিয়ার সময় প্রার্থী দিতে হবে বলেই ধারণা করা হচ্ছে।

4/9: এদিকে আদালতের নির্দেশে রাজ্যজুড়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ১০ দিনের মধ্যেই গ্রুপ সি পদে নিয়োগ শুরু করার নির্দেশও দিয়েছে আদালত। তবে, ওয়েটিং লিস্টে পর্যাপ্ত প্রার্থী না থাকার জন্য সমস্যা দেখা দিচ্ছে।

ALSO READ :   DA নিয়ে বিশেষ আপডেট, বিধানসভায় ফের মুখ খুললো মূখ্যমন্ত্রী, রইল বিস্তারিত -WB Employees News

5/9: গত ২ মার্চ, রাজ্যের গ্রুপ ডি শূন্যপদে নিয়োগের জন্য ইস্টার্ন রিজিয়ন থেকে প্রার্থীদের কাউন্সেলিংয়ে ডেকেছিল স্কুল সার্ভিস কমিশন বা WBSSC। কিন্তু, ডাক পাওয়া ৪০ জন প্রার্থীর মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন মাত্র ২১ জন

6/9: বাকি প্রার্থীরা ইন্টারভিউতে কেন এলেন না, সেই প্রসঙ্গে বঞ্চিত গ্রুপ সি-গ্রুপ ডি ওয়েটিং চাকরিপ্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি অষ্টপদ শাসমল বলেন- ‘২০১৬ এসএলএসটি’র নিয়োগ অনেক আগেই শেষ হয়েছে। তারপর অনেক প্রার্থীই অন্য চাকরিতে চলে গিয়েছেন।

7/9: তাই ওয়েটিং লিস্টে থাকলেও কতজন আসবেন, সেটা ভবিষ্যৎই বলবে।’
এদিকে শূন্যপদ গুলিতে জেলাভিত্তিক নিয়োগ হচ্ছে। এক্ষেত্রে কোনও জেলায় কম, কোনও জেলায় বেশি প্রার্থী থাকার সম্ভাবনা থাকছে। তাই, এক্ষেত্রে শূন্যপদগুলিতে ফের নিয়োগ করার জন্য আরেক দফা ইন্টারভিউ নিতে হতে পারে এসএসসিকে।

8/9: অন্যদিকে, নবম-দশমে শিক্ষক নিয়োগের সময় ওএমআর শীট বিকৃতির জন্য ৬১৮ জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে, চাকরিপ্রার্থী মঞ্চের নেতা শহিদুল্লাহ বলেন, ‘নবম-দশমে যা শূন্যপদ রয়েছে, তাতে ওয়েটিং লিস্টের সবার চাকরি হয়ে যাবে। তার পরেও সমস্ত পদ ভর্তি হবে না।’

ALSO READ :   Madhyamik Admit Card: শুরু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ! অ্যাডমিটে ভুল থাকলে কিভাবে সংশোধন?

9/9: যদিও এখনও অবধি এসএসসির তরফে নতুন করে ইন্টারভিউয়ের কথা সরকারিভাবে এখনও কিছু বলা হয়নি। এই অপর্যাপ্ত প্রার্থীর কারণে নতুন করে ইন্টারভিউ নিয়ে প্রার্থী নিয়োগের চিন্তাভাবনা সবটাই এখনও প্রাথমিক স্তরে রয়েছে। রাজ্যের অপেক্ষারত বেকার যুবক যুবতীরা আদৌ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে চাকরি পান কিনা এখন সেটাই দেখার!

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হোন।

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

🔥 এগুলিও পড়ুন 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top