● BSF Recruitment 2022 : পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। ইন্ডিয়ান ডিফেন্স গ্রুপ B ও C বিভিন্ন শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখানে মোট 110 টি শুন্য পদ রয়েছে এবং নিয়োগ করা হবে SI এবং Constable পদে। এই চাকরিতে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এই শূন্যপদের বিশদ তথ্য জানতে আগ্রহী এবং এই চাকরির জন্য সমস্ত যোগ্যতার মানদণ্ড সম্পূর্ণ করেছেন তারা এই চাকরির বিজ্ঞপ্তি পড়তে এবং আবেদন করতে পারেন। বিস্তারিত তথ্য জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিতে পারেন।
Indian Defence Jobs 2022
পদের নাম (Post Name)
● সাব ইন্সপেক্টর (Sub Inspector)
● কনস্টেবল (Constable)
শূন্যপদ (Vacancy)
● সাব ইন্সপেক্টর (Sub Inspector) – 22 টি
● কনস্টেবল (Constable) – 88 টি
বেতন কাঠামো (Pay Scale)
● সাব ইন্সপেক্টর (Sub Inspector) – প্রতি মাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত।
● কনস্টেবল (Constable) – প্রতি মাসে 21,700 টাকা থেকে 59,100 টাকা পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
● সাব ইন্সপেক্টর (Sub Inspector) : যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা করা থাকতে হবে।
বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)
● সর্বনিম্ন বয়সঃ 18 বছর
● সর্বোচ্চ বয়সঃ 30 বছর
আবেদনের মাধ্যম (How To Apply)
● আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এর জন্য আবেদনকারীকে প্রথমে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং নির্ভুলভাবে অনলাইন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে।
আবেদন ফি (Application Fee’s)
● গ্রুপ B পদের জন্য লাগবেঃ 200 টাকা
● গ্রুপ C পদের জন্য লাগবেঃ 100 টাকা
নির্বাচন পদ্ধতি (Selection Process)
● লিখিত পরীক্ষা – 100 নম্বর।
গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)
● আবেদন শুরু তারিখঃ 13/06/2022
● আবেদনের শেষ তারিখঃ 12/07/2022
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট | |
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে | |
চাকরি খবর টেলিগ্রাম চ্যানেল |
👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।