দশম ও দ্বাদশ শ্রেণীর Admit Card প্রকাশ করলো CBSE বোর্ড! ডাউনলোড করবেন কিভাবে? জানুন বিস্তারিত





দশম ও দ্বাদশ শ্রেণীর Admit Card প্রকাশ করলো CBSE বোর্ড

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। সেইমতো এবার পরীক্ষার অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করলো বোর্ড। সিবিএসই স্কুলগুলির প্রধানরা বোর্ডের ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। আর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের তাঁদের বিদ্যালয় থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তবে প্রাইভেটের পরীক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) মারফত নিজেদের লগ ইন ডিটেলস দিয়ে (অ্যাপ্লিকশন নম্বর/রোল নম্বর/নাম/সাল) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?

১) সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) অথবা (cbse.nic.in) এ যেতে হবে।
২) এরপর বিদ্যালয়ের লগ ইন লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার ইউজার আইডি সহ প্রয়োজনীয় বিবরণী দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
৪) অ্যাডমিট ডাউনলোড করার পর তা অবশ্যই প্রিন্ট করে নিতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কবে পাবেন?

FB Join

ALSO READ :   ইনকাম ট্যাক্স দফতরে গ্রুপ-C সরকারি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ সহ বিভিন্ন যোগ্যতায় চাকরি | Income Tax Department Group C Recruitment

প্রসঙ্গত, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। নির্ধারিত দিনে পরীক্ষা আরম্ভ হবে সকাল সাড়ে দশটা থেকে চলবে দুপুর সাড়ে বারোটা অথবা দেড়টা পর্যন্ত। পরীক্ষার বিষয় অনুযায়ী সময় নির্ধারিত হবে। সম্প্রতি প্রকাশ পাওয়া পরীক্ষার অ্যাডমিট কার্ডে সমস্ত তথ্যাবলী অবশ্যই মিলিয়ে নেবেন পরীক্ষার্থীরা। এছাড়া অ্যাডমিটে কিছু নির্দেশ থাকবে সেগুলিও মেনে চলতে হবে। পরীক্ষার দিন অবশ্যই সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটি ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top