সেন্ট্রাল কোল ফিল্ডে কর্মী নিয়োগ | CCL Recruitment 2022

● Central Coal Field Jobs Vacancy 2022 : সম্প্রতি CCL বা সেন্ট্রাল কোল ফিল্ডস লিমিটেডের তরফ থেকে নতুন করে নিয়োগের অফিসিয়াল নোটিশ (CCL Recruitment Notice) প্রকাশিত হলো।

পশ্চিমবঙ্গের চাকরি খবর ২০২২

পদের নাম (Post Name)

● জুনিয়ার টেকনিশিয়ান (Junior Technician)

● জুনিয়ার কেমিস্ট (Junior Chemist)

শূন্যপদ (Vacancy)

● জুনিয়ার টেকনিশিয়ান (Junior Technician) – 82 টি
● জুনিয়ার কেমিস্ট (Junior Chemist) – 23 টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

● দুটি পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে গ্রাজুয়েশন পাশ করে থাকতে হবে।

বয়স সীমা(Age Limit)(As on 01/01/2022)

● সর্বনিম্ন বয়সঃ 18 বছর
● সর্বোচ্চ বয়সঃ 40 বছর

● সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আবেদনের মাধ্যম (How To Apply)

● শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
● আবেদনের ঠিকানাঃ

Office of the General Manager (P-NEE), CCL, RANCHI

আবেদন ফি (Application Fee’s)

● জেনারেল প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা
● ST/SC/OBC প্রার্থীদের লাগবেঃ শূন্য টাকা

ALSO READ :   রাজ্যে এইট পাশে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, বেতন ১৭,০০০ টাকা

নির্বাচন পদ্ধতি (Selection Process)

● লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates)

● আবেদন শুরু তারিখঃ 26/08/2022
● আবেদনের শেষ তারিখঃ 15/09/2022

গুরুত্বপূর্ণ লিঙ্ক
বর্তমান যেসব চাকরির ফর্ম ফিলাপ চলছে Click Here
টেলিগ্রাম চ্যানেল Join Now
অফিশিয়াল নোটিশ Download
অফলাইন আবেদনপত্র Download
অফিসিয়াল ওয়েবসাইট Click Here

 

👉এই চাকরির খবরটি হয়তো আপনার কাজে না আসতে পারে কিন্তু আপনার বন্ধুদের কাজে আসতে পারে, তাই কঞ্জুসি না করে লিঙ্কটি আপনার বন্ধুদের শেয়ার করুন।

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top