
1/8: UPI-এর মাধ্যমে আর্থিক লেনদেনের সঙ্গে বছর ৬ আগেও বহু ভারতবাসীর পরিচয় ছিল না। যদিও ততদিনে পেটিএম, গুগল পে, ফোনপে বাজারে এসে গিয়েছে। তবু তরুণ প্রজন্মের একটি ছোট অংশ বাদে বাকিরা ইউপিআই-এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে দোকানের বিল মেটানো বা যে কোনও ক্ষেত্রে আর্থিক লেনদেনে অতটা সচ্ছন্দ ছিল না। কিন্তু ২০১৬ সালে নরেন্দ্র মোদী সরকারের নোটবন্দী পরিস্থিতিটা দ্রুত বদলে দেয়।
2/8: হাতে নগদ অর্থর অভাবে অনেকেই ধীরে ধীরে অনলাইন পেমেন্টের দিকে ঝুঁকে পড়েন। এরপর ২০২০ সালে করোনা সংক্রমণ শুরু হলে একটা বড় অংশের মানুষ পুরোপুরি অনলাইন লেনদেন করতে শুরু করেন। সেই সময় দোকান বাজারেও নগদ অর্থ নেওয়া হত না। এবার সেই অনলাইন লেনদেনের মাধ্যমে এক বড় সুযোগ এনে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
3/8: অনলাইনের মাধ্যমে নানান ক্ষেত্রে অর্থ মেটানো গেলেও আজও এটিএম বা ই-কর্নারগুলির গুরুত্ব কমেনি। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই এটিএম বা ই-কর্নারে গিয়ে নগদ অর্থ তুলে আনে। এখানে ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মাধ্যমেই অর্থ তোলা হয়ে থাকে।
4/8: এদিকে আজকাল এটিএম থেকে খুচরো টাকা পাওয়া যায় না। বেশিরভাগ জায়গাতেই ৫০০ টাকার নোট বেরোয়। অথচ দোকানের ছোটখাট জিনিস কিনতে গেলে বা গণপরিবহণে করে কোথাও যেতে গেলে খুচরো টাকা দরকার। এই বিষয়টি মাথায় রেখেই দেশের মানুষকে খুচরো টাকা দেওয়ার জন্য এক নতুন পাইলট প্রজেক্ট আনতে চলেছে RBI অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক।
5/8: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) জানিয়েছেন, দেশের ১২ টি শহরের ১৯ টি জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে ইউপিআই নির্ভর কয়েন ভেন্ডিং মেশিন (Coin Vending Machine) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মেশিন থেকে আপনার দরকার মত কয়েন বেরিয়ে আসবে।
6/8: মানে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকার কয়েন বেরোবে এই সমস্ত মেশিন থেকে। কিন্তু এই কয়েন ভেন্ডিং মেশিনগুলো আগের মত নয়। অতীতে কয়েন ভেন্ডিং মেশিনে এক দিক দিয়ে নোট ঢোকালে অন্য দিক থেকে সমপরিমাণ খুচরো পয়সা বেরিয়ে আসত। কিন্তু বাজারে কম মূল্যের নোটের সমস্যা, ছেঁড়া ফাটা নোট এবং জাল নোটের বিষয়টি মাথায় রেখেই এই নতুন কয়েন ভেন্ডিং মেশিনগুলো তৈরি করা হয়েছে।
7/8: আরবিআই-এর এই নতুন কয়েন ভেন্ডিং মেশিনগুলো দিয়ে পয়সা পাওয়ার জন্য আপনাকে কোনও নগদ অর্থ দিতে হবে না। মেশিনে কিউআর কোড লাগানো থাকবে, যেটা আপনার মোবাইলের মাধ্যমে স্ক্যান করে ইউপিআই দিয়ে পেমেন্ট করা যাবে। আপনার যত টাকার খুচরো পয়সা দরকার হবে ঠিক তত টাকা ইউপিআই ব্যবহার করে পেমেন্ট করবেন।
8/8: কয়েন ভেন্ডিং মেশিন সেই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নিয়ে আপনাকে খুচরো পয়সা দিয়ে দেবে। আরবিআই-এর আশা, তাদের এই নতুন ধরনের কয়েন ভেন্ডিং মেশিন সকলকে লেনদেনে সাহায্য করবে।
প্রতিদিন নতুন কোনো চাকরি এবং কাজের আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকুন।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি (Important Links)
✅ WHATSAPP GROUP: Click Here
✅ TELEGRAM GROUP: Click Here
🔥 আরো আপডেট- Click Here