CSTM কলকাতাতে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি চাকরি! তারিখ, কিভাবে আবেদন করবেন- দেখুন

CSTM Kolkata Infection Control Nurse Recruitment

শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন অর্থাৎ CSTM-এ নির্দিষ্ট পদে শূন্যপদ থাকায় নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল (wbhealth.gov.in) ওয়েবসাইটটিতে একটি বিজ্ঞপ্তি আপলোড হয়েছে। চাকরিতে আগ্রহী চাকরি প্রার্থীরা 24-03-2023 তারিখে ওয়াক-ইন-সাক্ষাত্কারে অংশ নিতে পারেন। যাইহোক প্রথমে নিচে থেকে বিস্তারিত নিয়োগের বিষয়ে জেনে নিন। 

যে পদে নিয়োগ করা হবে

ইনফেকশন কন্ট্রোল নার্স (Infection Control Nurse) 

বয়সসীমা

এখানে 40 বছরের নীচে যাঁদের বয়স, তাঁরা আবেদন করতে পারবেন।

বেতন এর পরিমান

প্রার্থীকে মাসিক 25,000 টাকা বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদের সংখ্যা

1 টি শূন্যপদ আছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে B.Sc নার্সিং সম্পন্ন করে থাকতে হবে। সাথে দুই বছরের কাজের অভিজ্ঞতা লাগবে কোনো প্রাইভেট বা সরকারি হাসপাতালে।

আবেদন ফি

এখানে আবেদন করার জন্য কোনোরকম আবেদন মূল্য দিতে হবে না প্রার্থীদের।

নিয়োগ প্রক্রিয়া

ওয়াক-ইন-ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থী নির্বাচন করে নিয়োগ হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 24.03.2023 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। এই দিন সকাল 11 টার সময় সকল প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চলে আসতে হবে।

ইন্টারভিউ এর স্থান- Office of the Director, School of Tropical Medicine, 108 Chittaranjan Avenue, Kolkata-700073.

ALSO READ :   রাজ্যের পঞ্চায়েত দফতরে জেলায় জেলায় নিয়োগ, গ্রুপ সি ও ডি পদে চাকরি -WB Govt Job 2023

ইন্টারভিউয়ের জন্য আবেদন প্রক্রিয়া 

এখানে আলাদা ভাবে কোনো আবেদন করতে হবে না প্রার্থীদের। তবে ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সমস্ত নথিপত্র সেল্ফ অ্যাটেসটেড করে নিয়ে আসতে হবে। সাথে একটা আবেদনপত্রও নিয়ে আসতে হবে, সেই আবেদনপত্রটি অ্যাড্রেস করতে হবে –

Office of the Director, School of Tropical Medicine, 108 Chittaranjan Avenue, Kolkata-700073। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নেওয়া হবে।

বিঃদ্রঃ চাকরি এবং নতুন কোনো নিয়োগের আপডেট, কর্মসংস্থান আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন।

গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links)

🔥 হোয়াটসঅ্যাপ গ্রুপ: Join Now

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

আরো চাকরির আপডেট 👇👇

Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top