রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা





রাজ্যে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন বিভাগে অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির সুযোগ। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No.- 369/BCW&TD(DD)
পদের নাম- Additional Inspector
মোট শূন্যপদ- ৫ টি।
যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই retired Inspector/ Extension Officer/ Head Clerk/ U.D Clerk Employee হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১২,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ IGNOU -তে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ

 

join Telegram

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

ইন্টারভিউ স্থান- Office of the Project Officer, Backward Classes Welfare and Tribal Development, Dakshin Dinajpur, Administrative Building, 2nd floor, Room No-202, Kachari Road, P.s Balurghat, Pin-733101
ইন্টারভিউ তারিখ- ৩১ মার্চ, ২০২৩

ALSO READ :   এই প্রকল্পে পান 5 লক্ষ টাকা, এক্ষুনি আবেদন করুন -Govt New Scheme

FB Join

Official Notification: Download Now
Official Website: Click Here








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top