Primary TET: ‘নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের উপরে আস্থা রাখুন’ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা শিক্ষামন্ত্রী!





Primary TET

গত ১০ই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে প্রাইমারি টেট পরীক্ষা ২০২২ এর রেজাল্ট। সাংবাদিক বৈঠকে মেধাতালিকা সহ ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল। সেদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নিজের যোগ্যতা, মেধা ও পরিশ্রমের উপরে আস্থা রাখুন’। একইসাথে তিনি পর্ষদের উপরেও আস্থা রাখার কথা বলেন পরীক্ষার্থীদের।

একাধিক বিধিনিষেধের মধ্যে সম্পন্ন হয়েছে প্রাথমিক টেট পরীক্ষা ২০২২। জানা যাচ্ছে, এবারের টেট পরীক্ষার ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। শতাংশের বিচারে পাশের হার ২৪.৩১ শতাংশ। শুক্রবার কার্যত বিতর্কহীন ফলপ্রকাশের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পর্ষদের স্বচ্ছতার প্রশংসা করেন। সাথে সাংবাদিক বৈঠকে তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বেশ কিছু বক্তব্য রাখেন। সম্প্রতি হুগলির যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ওএমআর শিট উদ্ধার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘পর্ষদের কাছে একটি উত্তরপত্র আছে, আপনার কাছে একটি কপি আছে। আপনি যদি সেই কপি কাউকে দেন, কোনোও দালাল বা দুষ্টচক্রকে দেন, তবে তার দায় পর্ষদ বা সরকারের নয়’।

ALSO READ :   রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একি বললেন অভিষেক ব্যানার্জী

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ

join Telegram

একই সাথে এদিন শিক্ষামন্ত্রী চাকরিপ্রার্থীদের কোনোও দালাল বা দুষ্টচক্রের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেন। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রীর কথায়, ‘পর্ষদ তো বটেই, আমিও বলছি, কোনও দালাল বা দুষ্টচক্রের ফাঁদে যদি পা দেন, তাহলে সেই দালাল বা দুষ্টচক্রের মতো আপনারও সমান অপরাধ’। প্রসঙ্গত, পর্ষদের তরফে জানা যাচ্ছে পরীক্ষা যেভাবে স্বচ্ছ পথে পরিচালিত হয়েছে তেমনই যথাযথ পদ্ধতিতে প্রার্থীদের নিয়োগ দিতেও তৎপরতা গ্রহণ করা হবে।

FB Join








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top