
গত ১৪ই মার্চ থেকে ২৭শে মার্চ রাজ্যে অনুষ্ঠিত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৩। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেন প্রায় ৮ লক্ষ ৫৫ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হতে সংসদ সভাপতি জানিয়েছিলেন ফলাফল প্রকাশের সম্ভাবনা জুন মাসের ১০ তারিখের মধ্যে। তবে সূত্রের খবর, এই ফলপ্রকাশের সময়কাল আরও এগিয়ে আসতে পারে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বেশ কিছু নয়া পদক্ষেপ এনেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেমন, পার্ট এ ও পার্ট বি উত্তরপত্র সংযুক্ত করার সিদ্ধান্তও হয় এবারে। এর ফলে আরও দ্রুত সম্পন্ন হচ্ছে উত্তরপত্রের মূল্যায়ন প্রক্রিয়া। শিক্ষক শিক্ষিকাদের তরফে জানানো হয়েছে, অন্যান্য বারের তুলনায় এবারে আরও কম সময়ে উত্তরপত্র মূল্যায়ন করতে পারছেন তাঁরা। যার দরুণ ইতিমধ্যেই জমা পড়া শুরু হয়েছে মূল্যায়ন হওয়া উত্তরপত্রের নম্বরও।
আরও পড়ুনঃ ওয়েল ইন্ডিয়াতে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
এই সকল কারণে সংসদের আধিকারিকরা মনে করছেন, পরীক্ষার ফলাফল আরও তাড়াতাড়ি প্রকাশের সম্ভাবনা রয়েছে। যদিও সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। তবে বর্তমানে যে হারে উত্তরপত্রের নম্বর জমা পড়ছে তাতে অতি শীঘ্রই ১০০ শতাংশ পরীক্ষার্থীর উত্তরপত্রের মূল্যায়ন সেরে নম্বর জমা পড়ে যাবে। এর ফলে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট প্রকাশ হতে পারে বলেই মনে করা হচ্ছে।