IIT Kharagpur Exicutive Officer Recruitment 2022 : ইতিমধ্যেই আইআইটি খড়গপুর এর তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিশিয়াল নোটিশ অনুযায়ী এক্সিকিউটিভ অফিসার পদে প্রার্থী নিয়োগ করা হবে। ভারত তথা পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কি কি যোগ্যতা লাগবে বয়স সীমা কত বেতন কত সিলেকশন প্রসেস কি অফিসিয়াল নোটিশ সহ সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনটিতে।
IIT Kharagpur Exicutive Officer Recruitment 2022 | |
---|---|
নিয়োগকারী সংস্থা | Indian Institute Of Technology, Kharagpur (IITKGP) |
পদের নাম | Executive Officer |
শূন্যপদ | 01 টি |
আবেদন মাধ্যম | Online |
আবেদন শুরু তারিখ | 24th February 2022 |
আবেদনের শেষ তারিখ | 24th March 2022 |
পদের নাম
এক্সিকিউটিভ অফিসার (Executive Officer)
বেতন কাঠামো
প্রতি মাসে ৭৫,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে।
শূন্যপদ
মোট ০১টি শূন্য পদে এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এ কমপক্ষে ৫০% নাম্বার সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
এই চাকরির জন্য বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ ৪৫ বছর।
আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি লাগবে 500 টাকা। এছাড়া এসটি/ এসসি /PwD ও মহিলা প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীকে আইআইটি খড়গপুর এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Career অপশনে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও নিচের দেওয়া লিঙ্ক থেকে ও সরাসরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি ভালো করে পড়ে নেবেন।
নির্বাচন পদ্ধতি
এই পদে চাকরির জন্য প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
আবেদন শুরুঃ তারিখ : ২৪ই ফেব্রুয়ারি,২০২২
আবেদনের শেষ তারিখ : ২৪ই মার্চ,২০২২
আরও দেখুন : রাজ্যের ইউনিভার্সিটিতে প্রচুর শূন্যপদে গ্রুপ সি কর্মী নিয়োগ, আবেদন চলবে ১৬ ই মার্চ পর্যন্ত
গুরুত্বপূর্ণ লিঙ্ক | |
---|---|
অফিশিয়াল নোটিফিকেশন | |
আবেদন করুন | |
অফিশিয়াল ওয়েবসাইট |
বিঃ দ্রঃ: আমাদের ওয়েবসাইটে যে সমস্ত চাকরির খবর দেওয়া হয় তা সম্পুর্ন ভাবে সরকারি ও বেসরকারি অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিক। আমার কোনোরূপ চাকরি প্রদান করি না। আবেদন করার আগে অফিশিয়াল নোটিশ টি মনোযোগ সহকারে পড়বেন।(alert-warning)