GATE Result 2023: প্রকাশ পেল ‘GATE’ পরীক্ষার ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে? জেনে নিন





GATE Result 2023

আইআইটি কানপুরের তরফে প্রকাশ পেল গ্র্যাজুয়েট অ্যাপটিটিউডের টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (GATE) পরীক্ষার ফলাফল। সেক্ষেত্রে পরীক্ষার ওয়েবসাইট মারফত ফলাফল দেখা যাবে। পরীক্ষার্থীরা (gate.iitk.ac.in) ওয়েবসাইটে গিয়ে রেজাল্টের বিষয়ে জানতে পারবেন।

রেজাল্ট দেখবেন কিভাবে?

১) ‘GATE’ পরীক্ষার রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে যেতে হবে।
২) এবার গেট পরীক্ষার রেজাল্ট দেখার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এরপর লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এবার ফলাফলটি স্ক্রিনে দেখতে পাবেন।
৫) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।

চাকরির খবরঃ ২৯২২ শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ

join Telegram

প্রসঙ্গত, ‘গেট’ পরীক্ষাটি দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর এই পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রচুর সংখ্যক পরীক্ষার্থী। চলতি বছরে ৪, ৫, ১১, ও ১২ ই ফেব্রুয়ারি ‘গেট’ পরীক্ষার আয়োজন করা হয়েছিল। পরীক্ষার প্রিলিমিনারি ‘অ্যানসার কি’ প্রকাশিত হয় ২১শে ফেব্রুয়ারি নাগাদ। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

FB Join

ALSO READ :   প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেবে মোদী সরকার, সবাই পাবে- তবে কিছু শর্ত রয়েছে








Leave a Comment

Your email address will not be published.

Scroll to Top